Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

শিরোনাম,,
“দীপাবলি”
* 🖋️ কলমে,, -অনিরুদ্ধ রানা *
***** তাং,, ২৫/১০/২২ *****

মোম প্রদীপের আলোয় শুধু
দীপাবলির করছো গরব,,
জ্ঞানের আলো জ্বালাও মনে
সফল হবে আলোর পরব।

কালী মায়ের থাকলে কৃপা
হঠাৎ কেন মুশড়ে পড়ো ?
আশীর্বাদ‌ই কাম্য যেথায়
অন্তরে,, তার মূর্তি গড়ো !

বিত্ত-শালীর লোভ-লালসার
স‌ইবো না আর জারি জুরী,,
মত্ত সদাই মদ্যপানে,
লুঠছে যে ধন ভুরি ভুরি ।

দেখতে পাবে কৃষ্ণ-কালী
চিত্ত যদি হয় ভয় শূন্য ,
মনের কালি ঘুচিয়ে ফেলো
তবেই হবে সকল পূণ্য !

কোটি টাকার মাটির পুতুল
লক্ষ বাজির কী প্রয়োজন ?
দুঃস্থ জনে দাও গো সেবা..
পাবেই পাবে মায়ের চরণ,,, !

——————————————–
শিরোনাম–নিখোঁজ বসন্ত বিলাস
কলমে–শম্পা চট্টোপাধ্যায়
২৫/১০/২০২২

প্রেমের তাৎক্ষণিক গল্পে শর্তহীন তুমি আর আমি।
ভালোবাসার উৎসবে মাটির উঠোন জুড়ে নেমে এসেছে অসীম সৌরমণ্ডল
কবিতার ভাঁজে ভাঁজে তখন টানাপোড়েন
অতীত, বর্তমান আর আগামী হাঁটে ভবিষ্যতের পথে।

প্রতিটা গদ‍্যদিন কবিতা হয়ে জিয়ে থাকে মননে
পরিমিত কথার মুহূর্তগুলো কোরা কাগজের মতো তাকায়
বৈশাখী ঝড়ের তাণ্ডবের মাঝে শ্রাবণ লুকায়
শূন্যতা জলে ভরে উপোসী বক্ষ জোড়া নিখোঁজ বসন্ত বিলাপ
বনস্পতির আলো আঁধারিতে আদর জড়ায়
দিঘি জুড়ে জমাট দীর্ঘশ্বাস।

দেবদারু গাছের অস্ফূট আলাপচারিতা ছায়ায় উপনীত
খুচরো ছায়া সিকিচাঁদের গায়ের আজ ভূগোল খেলে
গণ্ডির বেড়াজালে নয় বিদ্বেষে নয়, বাঘবন্দি নয়
বাক্-বন্দির সংযমে।

——————————————–

যদি আবারো ফিরে আসি
তোমায় ভালবেসে

সুমন শাহনেওয়াজ।

যদি আবারো ফিরে আসি আমি
তোমায় ভালবেসে
চৈত্রের তাপদাহে
বাউলের একতারা হাতে গেরুয়া কাপড়ে
এক সমুদ্র তৃষ্ণা নিয়ে
তোমার বাড়ির দুয়ারে
দিবে কি আমায় তুমি
এক ঘটি জল
তৃষ্ণা নিবারণে।

যদি আবারো ফিরে আসি আমি
তোমায় ভালবেসে
এক আকাশ ছোঁয়া হীন
শ্রাবণের মেঘ হয়ে
তোমার দৃষ্টির সীমানায়।
বৃষ্টি হয়ে ঝড়বে কি তুমি
আমায় গহনে
শ্রাবণের অঝোর ধারায়।

যদি কখনো ফিরে আসি আমি
তোমায় ভালবেসে
শীতের তীব্রতা ভেঙে
তোমার উষ্ণ কাঁথার উষ্ণতা অনুভব নিতে
জড়িয়ে নিবে কি আমায়
শতভাগ উষ্ণ আবেগী আলিঙ্গনের আগুনে।

যদি কখনো ফিরে আসি আমি
তোমায় ভালবেসে
তীব্র কুয়াশা মাখা ভোরে
তোমার শিশির সিক্ত ভেজা শিউলি বনে
উষ্ণ আবেগী আলিঙ্গনে জড়িয়ে নিবে কি আমায়।

যদি কখনো ফিরে আসি আমি
তোমায় ভালবেসে
ধানসিঁড়ি নদীর বুকে
শাপলা শালুক
সাদা ধবল বক, গাঙচিল, বুনোহাঁস
নাম না জানা কতো অতিথি পাখি ভালোবেসে
ফিরে আসবে কি তুমি ফিরে
সকল লাজ লজ্জা পিছে ফেলে
আমাদের ভালোবাসার কাঙ্ক্ষিত মিলন মোহনায়।

যদি কখনো ফিরে আসি আমি
তোমায় ভালবেসে
ধানসিঁড়ি নদীর বাঁকে বাঁকে
যেখানে আকাশ আর
কাঁদা মাটিতে এখনো মাখামাখি
এই সোঁদা মাটির টানে
জড়িয়ে নিবে কি আমায়
তোমার উত্তাল বুকের গহীনে
শতভাগ বিশুদ্ধ চুম্বনের
আবেগী আলিঙ্গনের শত আহবানে।

——————————————–

বিভাগ কবিতা
শিরোনাম: পিদিমের আলো
কলমে: শ্যামল কুমার মিশ্র
রচনাকাল:২২-১০-২০২২
২৫-১০-২০২২

সকাল থাইক্যা ঠায় বইসা আছে সাজিদা
থরে থরে সাজানো মাটির প্রদীপ
কত হাঁক পাড়ে —লইয়া যায়েন বাবু
সাঁঝের বেলায় আলো জ্বালান
মাটির পিদিমের আলো..একটি ও বিকায় না…

সাজিদা হারাইয়া যায় মনের মুকুরে
সার সার প্রদীপ জ্বলে উঠছে
আঁধারের বুকে নতুন আলো ছড়িয়ে পড়ছে…

মিত্তিরদের দালান জুড়ে আলোর বন্যা
অবাক চোখে তাকাইয়া থাকত সাজিদা
দৌড়াইয়া আইসা ছোট্ট সাজিদা মারে কইতো–
আমাগো ঘরটা আলোয় সাজাইয়া তুল না মা

ঘরের চালের ছিদ্র দিয়ে চন্দ্রমা তখন খেলা করে
চাঁদের আলোয় ঘর ঝলমল করে
সাজিরে বুকে টাইন্যা লইয়া মা কয়–
আমাগো চাঁদ আছে..ই দেখ কত আলো
সবচেয়ে সোন্দর আলো যে আমার বুকে…

সাজিদার চোখ জলে ভরে
প্রযুক্তি কেড়ে নিয়েছে প্রাণ
প্রাণহীন সমাজে ব্রাত্য সে জন…
সম্বিত ফিরে সাজিদা হাঁকে–
পিদিম জ্বালাও বাবুরা, মাটির পিদিম…

——————————————–

অনুভবে রকমফের
—————————————মোঃ হাবীবুর রহমান

দেখলাম কতো কিছু শিখলাম আর,
ফেলে আসা দিনগুলো স্মরি বারবার।

সাদা পেঁজা মেঘ ভাসে নীলাভ আকাশ,
নদী জল টলোমল ঢেউয়ে নাচে হাঁস!

গাছপালা লতা ঝোপ আগেরই মতোন,
কঁচি পাতা কুঁড়ি ছাড়ে ফুল আয়োজন।

প্রত্যুষে আলো আসে পাখি গায় গান,
জেগে ওঠে প্রকৃতি জাগে তনু-প্রাণ!

সময়ের সাথে সাথে বদলেছি আমি,
মনে সুর বাজে না তেমন কেন জানি!

—————-২৫ অক্টোবর/২০২০

——————————————–

শিরোনাম :ভূতচতুর্দশীর ভূত
কলমে: ঝুমা দত্ত

ভূতচতুর্দশীর ভূতগুলো সব
উঠছে নড়ে চড়ে,
খোঁচায় খালি খ্যাংরা কাঠি
বসে পিঠে, ঘাড়ে।

কেউ উড়ছে বাতাস হয়ে
কেউ খাচ্ছে মাছ,
তরতরিয়ে উঠছে গেছো
লম্বা, বাঁকা গাছ।

এক পেয়ে পেত্নীরা সব
হাসছে খিল খিলিয়ে,
নাকি সুরে ঝগড়া করে
একে তাকে কিলিয়ে।

শাকচুন্নি সুর ধরেছে
ছেড়ে বাজে কাজ,
কেওড়া গাছের পেত্নীরা আজ
দিচ্ছে কেন সাজ !

আবার ওরা যাচ্ছে কারা
ভ্যাম্পায়ারের ডাকে,
হ্যালোইনের পার্টি আছে
যাচ্ছে ঝাঁকে ঝাঁকে।

ব্রহ্মদৈত্যি পৈতে ধরে
বসে গাছের কোলে,
হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে
আজব মন্ত্র বলে।

হিড়িং বিড়িং তিড়িং করে
নাচে ভূতের রাজা,
মন্ত্রী-সৈন্য বাজিয়ে ছোটে
নানান রকম বাজা।

নাচন দেখে দুষ্টু বুড়ি
ফোকলা দাঁতে হাসে,
হাততালি দেয় স্কন্ধকাটা
মামদোর পাশে বসে।

Powered by themekiller.com