Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

শিরোনামঃ আলোয় আলো
কলমে -সর্বানী দাস
২৩.১০.২২

দীপাবলীর দীপ আলোকে
আলোর রোশনাই সকল ঘরে,
জীবন যুদ্ধে লড়তে লড়তে
কেউবা লুকায় মুখ আঁধারে।

কারোর উঠোন রাঙিয়ে তোলে
তারা বাজির রং ফোয়ারা,
মোম প্রদীপেই কেউবা খুশি
মাথার উপর হাসছে তারা।

আধুনিকতার ছোঁয়াচ লাগে
টুনি লাইট আর ঝাড়বাতিতে,
মৃৎশিল্পী পসরা সাজিয়ে
বিক্রি নেই সারাবেলাতে।

চোদ্দো প্রদীপ চোদ্দো ফোঁটায়
সাবেকিয়ানা শঙ্খধ্বনিতে,
আঁধারে আকাশ গা ছমছম
ভূত তাড়ানো চতুর্দশীর রাতে।

আলোই আলো উঠুক ভরে
দুর্বৃত্ত পিশাচ নিপাত যাক,
মায়ের আশীষে লক্ষীর আগমনে
দারিদ্রতা মুছে যাক।

——————————————–

*জিঘাংসা *
এস আকরাম হোসেন
২৩/১০/২০২২

মানবতার কাছে আমি হেরে যাই বারবার,
অন্যায়ের কাছে তবু মাথা নত করিনি একবার।
মোসাহেবি করা পামড়ের স্বভাব
মনুষ্যত্বের আছে যাদের অনেক অভাব;
পাপাচারে ছেয়ে গেছে আজ দৌরাত্ম্যের রাজ্য
কাঁন্নার উত্তাপে ধরার বুকে
জ্বলে আজ-লেলিহান শিখা!
চেঙ্গিস তনয় হালাকু খা’র আসুরিক দাপট
সত্যের মাঝারে করেছে হিংস্র আঘাত
কেউ দিতে পারেনি তার সমুচিত জবাব।
আজ বিস্ফোরণের ধোঁয়া জনতার চোখে-মুখে
চামচামি আর অনাচারের বিরুদ্ধে
শক্তি বেঁধেছে বুকে।
শান্তির দূত আজ রুদ্রমূর্তি করেছে ধারন,
চাড়ালের প্রানবধে শোনে না সে বারন।
বিদ্রোহের দাবানলে পুড়ে যাক; ফেরাউন, নমরুদ
মহা জনতা নেমেছে জিঘাংসায় —
দেখবে এবার নতুন রুপ!

——————————————–

শিরোনাম-নীল সমুদ্র
কলমে-সনৎ প্রামাণিক
23-10-22

যৌবনে তোমার হাতেহাত রেখে
এ হলাহলের নীল সমুদ্র পার করেছি।
কখনো বিষের জ্বালায় সুখ খুঁজি মৃত্যুতে
কখনো তৃতীয় কেউ দিয়েছে অমৃত।
বাঁচার ভিতর মৃত্যুর যন্ত্রণা,আর মৃত্যুতে হারিয়েছি কত স্বপ্ন হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত।

আজ সব জ্বালা যন্ত্রনা ফুরসত ভাবে
উবেগেছে গোপন নিজ ছবির মোড়কে;
সেই কবেকার ভালোলাগার চোখ দুটো
আমার ছবির ভিতর দেখি আজ।
নৈঃশব্দের নিরাবতায় এখন বিভোর,
ফিরিতে চাইনা হলাহলের সমুদ্রে আর।

বিশ্বে শুধু ভালোতময় নিজেকে মেলে দেওয়া,সবের মতো সুন্দরে;
খুঁজিনা আমি আমার আয়নায়।
কুয়াশাঘন খেজুর পাতার মাথায়
শ্রান্তপরিসরে যেথায় চাঁদ ডুবে যায়,
সেথায় রয়ে যায় অসমাপ্ত বেদনার গান।
@sp

——————————————–
রঙের ফাগুন

প্রীতিশ চৌধুরী

বিক্ষোভের মিছিলে কাঁদে
যতো স্বপ্ন যতো সাধ,
অত্যাচারীর রুঢ় মতামত
স্তব্ধ করে প্রতিবাদ।

দিনে দিনে বাড়তে থাকে
মনের চাপা অনল,
মনের ব্যথা মনেই থাকে
দৃষ্টি অশ্রু সজল।

সময় আসবে সময় যাবে
উঠবে জ্বলে আগুন,
আসবে শান্তির পারাবার
বইবে রঙের ফাগুন।

——————————————–

বিভাগ -কবিতা
শিরোনাম-
“মিলে মিশে একাকার “
কলমে—সূর্যকন্যা তপতী ( তপতী দাস )
তারিখ-২৩/১০/২০২২
5:07 PM
*********************
ক-এ কৃষ্ণ
ক-এ কালী
একি নাম মা তুই শিখালি ?
আমার শ্যাম কালো
শ্যামাও কালো
মিলে মিশে দেখি একাকার হলো–!!
আল্লা নামে দিচ্ছে আজান
গির্জাতে শুনি প্রার্থনা গান
ওই শোনালি বুদ্ধং স্মরণং গচ্ছামি
যে দিক পানে চাই আমি
দেখি শুধুই তুমিই তুমি
জন্ম যখন দিলিরে মা
মানুষ রূপে এই ধরাতে
তবে কেন গেল হারিয়ে
মান আর হুঁশ ,এমন কোরে-?
বলতে তোকে হবে মা রে
জাতপাত আর ধর্ম নামের বেড়াজালে–
বাঁধলি কেন এমন কোরে–?
আকাশ পানে তাকিয়ে দেখি
ছড়ায় আলো ভোরের রবি
সেই আলোতে গেল নিভে
মনের কোণের অন্ধকার
বুঝিয়ে দিলি কত সহজে
মিলে মিশে সব একাকার —
তুই যেন মা বললি , শুনি
হারাস না তোর মান আর হুঁশ
ওরে ও তুই অবুঝ মানুষ
ধর্মের নামে বন্ধ কর এই হানাহানি
“আ ব্রহ্মং তৃণ পর্যন্তং
সর্বং ব্রহ্ম ময়: জগতম”
ব্রহ্ম থেকে তৃণ পর্যন্ত
সর্বত্রই ব্রহ্মময়–
তবে তোদের কিসের এ ভয়–?
মনের কোণের অন্ধকারে
জ্বালিয়ে দে তুই একটি প্রদীপ
সেই আলোতে দেখরে চেয়ে
বিপদ যখন আসে ধেয়ে
জাতপাত, ধর্ম নির্বিশেষে
রক্ষা কর , রক্ষা কর বলে
ডাকিস যাকে —
জগতের যিনি রক্ষা কর্তা
তাকেই রক্ষা করতে চাইছিস তোরা–?
এসেছে সময়,তোরা বোঝরে এবার
দ্যাখ্ মিলে মিশে সব হলো একাকার—।
***********************************
সূর্যকন্যা তপতী

——————————————–

নির্ঘুম
——————————-মোঃ হাবীবুর রহমান

মাঝ রাত তবু চোখে ঘুম নেই কেনো!

শান্তির ঘুম আজ কোথা় গেছে যেনো!!

দিন শেষে রাত্তিরে শু’লে বিছানায়,

কিছু লোক জেগে থাকে বাকি রা ঘুমায়।

ঘুম বড়ো নেয়ামত বোঝে না সবাই;

ঘুম যার চলে যায় সে-ই বোঝে হায়!

ঘুরে ভাবনার চাকা সরু গলি আঁকাবাঁকা;

তদুপরি পথ বন্ধুর এগোয় না বেশি দূর!!

আছে বসে একই ঠাঁয় জানে না মন কি যে চায়;

শুধু এলোমেলো ভাবনা খুঁজে ফেরে ঠিকানা।।

ঘুমোবার চেষ্টা টা বৃথা যায় বারবার;

শুয়ে শুয়ে শুধু শুধু চেয়ে থাকা সার!!

ππππ ππππππππ ππππ

‘কৈশোর-ঘুম’ ফিরে এসো হে আবার!!!

—————-২৩ অক্টোবর/২০১৯

Powered by themekiller.com