Breaking News
Home / Breaking News / মতলব উত্তরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি মা ইলিশ জব্দ

মতলব উত্তরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি মা ইলিশ জব্দ

মোহাম্মদ সিন্টুঃ
মা ইলিশ রক্ষায় চাঁদপুর মেঘনায় ২২ দিনের অভিযানে এক শ্রেনীর অসাধু জেলে কৌশলে ইলিশ আহরণ অব্যাহত রয়েছে। এতে চাঁদপুরে মা ইলিশ ক্রমান্বয়ে সংকটাপন্ন হওয়ার সম্ভাবণা রয়েছে। অভিযান চলাকালে থেমে নেই পুলিশ প্রশাসন, কোস্টগার্ড।
রবিবার (২৩ অক্টোবর ২০২২) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার ২৩ অক্টোবর ২০২২ তারিখ মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর আমিরাবাদ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ০৩ টি যাত্রীবাহি ট্রলার (স্টিলবডি) তল্লাশি করে আনুমানিক ১০০০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন, চাঁদপুর সদর।

তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার চাঁদপুর এর উপস্থিতিতে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরন করা হয়।

Powered by themekiller.com