Breaking News
Home / Breaking News / কচুয়ায় ভোটারের সংখ্যা আড়াই লক্ষাধিক

কচুয়ায় ভোটারের সংখ্যা আড়াই লক্ষাধিক

এম. আর হারুনঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট প্রধানের আমেজ বইছে ভোটারদের মাঝে। চাঁদপুর জেলার ৫টি আসনের মধ্যাে কচুয়া উপজেলায় প্রায় ২ লক্ষ পয়ষট্টি হাজার ৫শ’ ১৩টি ভোট রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্য ১ লক্ষ ৩৩ হাজার ৭শ’ ৫১, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭শ’ ৬২ জন। সর্ব মোট ২ লক্ষ ৬৫ হাজার ৫শ’ ১৩ জন। একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কচুয়া উপজেলার সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। কচুয়ার গ্রামাঞ্চল গুলোতে এখনো প্রার্থীতা বাছাই না হলেও কচুয়ার উন্নয়নের রুপকার ড. মহিউদ্দিন খান আলমগীরের নাম কচুয়াবাসীর মুখে মুখে রয়েছে। মনোয়নপত্র জমা, যাচাই বাছাই এর পর পরই কচুয়াবাসী কঠিন সিদ্ধান্ত নিবে বলে জানা যায়। তবে কচুয়ার সর্বত্র নির্বাচনী আমেজে হোটেল রেস্তোরা, পাড়া মহল্লা ও ব্যবসা মহল গুলোতে নির্বাচনী প্রচারনা রয়েছে। এবারের নির্বাচনকে ঘিরে কচুয়াবাসীর মধ্যে প্রান চঞ্চলতা রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর গোপন ব্যালটের মাধ্যমেই ভোট গ্রহন হবে বলে জানা যায়।

Powered by themekiller.com