Breaking News
Home / Breaking News / কবি কাজী শামীমা রুবী এর কবিতা ” সেতুবন্ধন “

কবি কাজী শামীমা রুবী এর কবিতা ” সেতুবন্ধন “

সেতুবন্ধন
কাজী শামীমা রুবী

কিছু কথা একান্ত নিজের মনে গহীনে
কিছু সুর বেহাগের ছন্দে লুকায়িত।
কিছু কাব্য পংক্তি অলিখিত অনীলে ভাসে
কিছু কষ্ট হৃদয়ের স্পন্দনদিত আলোড়ন।

কিছু অশ্রু চোখের সমুদ্রেরর নোনাজল
কিছু ব্যথা সময়ের খরস্রোতে মিলায়।
কিছু স্বপ্ন নিসর্গের ইন্দ্রধনু সম
কিছু গল্প গোপন মিনারে আরোহীত।

কিছু স্পর্শ মধুময় স্মৃতির ফ্রেমে বাঁধানো
কিছু আকুতি ভীষণ স্পর্শকাতর।
কিছু যন্ত্রণা ঘুনেধরা সোনার পালংঙ্কের মত
কিছু অনুভূতি হৃদয়ে জাগায় শিহরণ।

কিছু বকুল মালা শুঁকিয়ে ও সুবাস ছড়ায়
কিছু ভালো লাগা ফুরায় মুহূর্তে পলকে।
কিছু অবিশ্বাস বুঝতে না পারার অজ্ঞতা
কিছু সন্দেহ জানতে না চাওয়ার অস্পষ্টতা।

সবকিছু মিলিয়ে গড়েছি নিজের পৃথিবী
সে পৃথিবী জুড়ে আছো একটাই তুমি।
দুজনের মন জুড়ে অভিন্ন কল্পজগৎ
সীমানায় জুড়ে স্বপ্ন সেতুবন্ধন।

২২/১০/২২

error: Content is protected !!

Powered by themekiller.com