Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “কতটা ভেঙেছে এ মন’

কবি সারমিন জাহান মিতুর কবিতা “কতটা ভেঙেছে এ মন’

কতটা ভেঙেছে এ মন

সারমিন জাহান মিতু
১৫-১০-২০২২

জীবন আয়নায় মুখ দেখি রোজ- এক সমুদ্রে ঢেউয়ে তোলপাড় হয়ে ভেঙে যায় আয়না- দিগন্ত পানে মুখ তুলে চাই- ভারী হয়ে উঠে নিঃশ্বাস,

বাঁচতে চাওয়ার আকুতি নিয়ে হা করে থাকে মুখ- অক্সিজেন সিলিন্ডার গুলোর যেন সব ছিপি বন্ধ।

আহারে – সুখের স্বজন আমার হাহাকার শোনে না কেউ – বুকের ভূপৃষ্ঠ কেঁপে ওঠে যেন এক ভূমিকম্প,

পরিমাপক যন্ত্রে কেউ জানতে চায় না – কতটা ভেঙেছে এ মন।

একটা সময় ছিলো যখন সবুজ অরণ্য হয়ে অক্সিজেন দিতাম -এক পৃথিবী মানুষ ছিলো আমার আপনজন,

এখন বড়ো নিস্প্রয়োজন- বিষাক্ত নাইট্রোজেন বোমার কালো ধোঁয়া আমি।

জানো অরুন্ধতী ভেজা ভেজা তালপাতা যেমন শুকিয়ে বিবর্ণ হয়ে যায় – অতীত সবুজের ভাবনা গুলো নিথর হয়ে পরে থাকে,

ভেতরটা আজকাল সেরকমই খড়খড়ে শুকনো পাতা- মায়ের মমতার পরশ মেখে কেউ বলে না- কষ্ট গুলো আমার মাঝে বিলিয়ে দিও।

মরুদ্যানে কোন ফুল ফোঁটে না- ফোঁটানো যায় না আসলে – চেষ্টা গুলো বৃথা পরে থাকে – রক্ত আর শুকনো ঘামে,

শ্বেতকরবী গুলো ধীরে ধীরে শ্বেতকনিকায় পরিবর্তন হয়ে – ঘোর অমাবস্যার ভয়ার্ত মধ্যরাত- মৃত্যু নিকটবর্তী পাখিদের নীরবতায়।

Powered by themekiller.com