Breaking News
Home / Breaking News / চাঁদপুর চান্দ্রায় ১ টাকা ৯৯ টাকার গিফট কর্নার উদ্ধোধন

চাঁদপুর চান্দ্রায় ১ টাকা ৯৯ টাকার গিফট কর্নার উদ্ধোধন

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন চান্দ্রা বাজারে ১ টাকা থেকে ১৯৯+ টাকার দোকান ‘গিফট কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার , ১২ অক্টোবর বিকাল চারটায় আনুষ্ঠানিক ভাবে মিলাদ ও দোয়ার মাধ্যমে চান্দ্রা বাজারস্থ নদীর পাড় (কলেজ রোড) বিসমিল্লাহ ভবনের পশ্চিম পাশে গিফট কর্ণারটির উদ্বোধন করা হয়।
গিফট কর্ণারটিতে রয়েছে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী ক্রেতাদের পণ্য। যেমন চোকার সেট, জয়পুরী নেকলেচ, সীতাহার, এনটিক সামগ্রী, বাহুবালি কানের দুল, উন্নত মানের পুতি পাথরের গলার সেট, স্টনের সামগ্রী, বিদেশী অরজিনিয়াল সকল প্রকার কসমেটিক, আকর্ষণীয় সোফিজ, রোম ডেকোরেশনের ইস্টিকার সহ সকল ধরনের মনোহারি সামগ্রী।
এছাড়াও মেয়েদের সকল ধরনের জুয়েলারি সামগ্রী এবং গায়ে হলুদের হাতে তৈরি গহনা সহ সকল গায়ে হলুদের পণ্য রয়েছে।

গিফট কর্ণারের স্বত্বাধিকারী সাংবাদিক ফরিদুল আলম রুপন ব্যবসাটির ভালো ভাবে পরিচালনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকল ক্রেতাদেরকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করার জন্য আমন্ত্রণ জানান।

error: Content is protected !!

Powered by themekiller.com