Breaking News
Home / Breaking News / ইচ্ছে ———-শেখ জাফর উল্লাহ বাবলু

ইচ্ছে ———-শেখ জাফর উল্লাহ বাবলু

ইচ্ছে ছিল
ইচ্ছে করে একদিন মানুষ হয়ে
ঝিঁঝিঁ পোকার মৃদূ আলোয় অন্ধকারের গভীরতা খুঁজবো।
সেই স্বপ্ন গুলো আজও দেখি,
দেখি বিবর্ণ প্রতীক্ষা
মানুষ হবার আকাংখায়
এ-প্রান্থ থেকে ও-প্রান্থে ছুটে চলা
ইচ্ছে গুলো ঝরা পাতার মতো
অবহেলার পথধুলিতে পিষ্ট হয়ে
ব‍্যাথার অনলে জ্বলছে।
ঠিকানা হীন ইচ্ছে গুলো
নাটাই এর সুতোয় আটকে।
পরিবার যন্ত্রের নিয়ন্ত্রণে আবরুদ্ধ।
এ-থেকে মুক্তি চাই,
চাই মানুষ হতে।

fb সংগ্রহ। জাফর উল্লাহ বাবলু
১৪/১১/২০২১ ইং

Powered by themekiller.com