Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

স্বার্থের পেয়ালা
গৌতম সোম
২৮/০৯/২০২২

স্বার্থের পেয়ালায় বেড়ে ওঠা ক্রোধের নির্যাতনের সেই লাল টকটকে রোষাণল ,
গগন বিদারী আর্তনাদে উদ্ভাসিত যখন বদ্ধ শেকলে আটকে রাখা মিথ্যার দাবানল ,
উচ্চকন্ঠের অট্টহাসিতে যেথায় লুটোপুটি খায় কফিনবন্দি রুদ্ধশ্বাস ,
প্রহসনের স্তবকে স্তবকে চিরাচরিত দৃশ্যপটের অঙ্গবিহীন আলিঙ্গনে যেথায় বিদ্যমান মুঠো ভর্তি বিশ্বাস ,
কালো কাপড়ে ভেজা রক্তের দাগে সমৃদ্ধ যেথায় আজকের বিনাশী সভ্যতা ,
গণতন্ত্রের স্লোগানে আর নীলকন্ঠ ভালোবাসায় ভীষণ জ্বরে আক্রান্ত রাজপথে খোলা হাওয়ার মলিনতা ,
জনশ্রুতির উলঙ্গ নৃত্যতালে জরাজীর্ণ সাম্যের সম্মোহনী জোরে স্বৈরাচারের অনল যখন পুড়িয়ে দেয় অস্থি-মজ্জাহীন আজকের মানবতা ,
তখন মানব-সাগরের কোলাহলে নতুন দিনের প্রতিধ্বনি শোনায় আশার কুহকিনী জালে দায়বদ্ধ ক্রন্দনরত মনুষ্যকুলের সার্বিক নিরবতা l

——————————————–

আমি দয়া চাই

সহস্র রাত কেটেছে নির্ঘুম আমার
কত দিন কেটেছে নিষ্প্রাণ,
তবুও চলছি আমি নাই তো আমার
নালিশ, নিশ্চুপ এই প্রাণ।

আমি যে হেঁটেছি একা একা কত পথ
পাড়ি দিয়েছি কত অঘাট।
খেয়া নৌকায় ভাসিয়েছি শত শপথ
মূর্ছিয়ে ফিরেছি নানাঘাট।

কালের গতি এই তো আমার নিয়তি
মেনে নিয়েছি বিধি-বিধান।
দৈবের এই গতি আমার পরিণতি
মানুষ আমি দিচ্ছি জানান।

আমার ঘাটে পৌঁছে আবার শূন্য খেয়া
নিয়তির খেলা। আমি চাই
স্রষ্টার দয়া হরেকফুল চম্পা কেয়া
দুইহাত তোলা, দয়া চাই।

~~শাফী~~
২৮/০৯/২২ইং

——————————————–

প্রভাত হতে কতো
নাজমা আক্তার জাহান
৬/৮/২২ শনিঃদুপুরঃ ২.২

ঈশান কোণে মেঘ করেছে –
আকাশ জুড়ে কালো
বলনা প্রেমময় ;
প্রভাত হতে কতো –
সখের হাড়ি ভেঙে গেছে
মরা নদী কাঁদে –
ঝরা পাতার কান্না শুনি
একহাতে দিলে তুমি
অন্য হাতে নিলে কেড়ে
আমিও তোমার প্রিয়সী ভাগ্য রথ টেনে
দেখি কবে দাও ফিরে, দরজায় চাতক বসে
কোন খেলা খেল তুমি – ভাগ্য বিধাতা হয়ে
তুমি যদি প্রেমিক হও
আমি দাবিদার –
একচিলতে প্রেম দিয়ে
ভাসাও আমায় ;
ধৈর্যের সাথে আছ শুনেছি বহুবার
তাইতো সাথেয় আছি –
পাবো গো নিশ্চয় ।।

——————————————–

গ্রাফিক্স
অরিন্দম চট্টোপাধ্যায়

গ্রাফিক্স ডিজাইনের মতো নভোনীল মেঘ
অন্তস্থল থেকে নেমে আসে
ছাতিম ফুলের মতো যাবতীয় যন্ত্রণা বোধ
তা নিয়ে নৌকার গলুই ধরে
চলে যায় কোন পথিক…
#
একটা নিদাঘ দুপুরে যেন এক নির্বাসনে
চিলেকোঠা ঘর থেকে পায়রার সুখশব্দ
যদি জানতাম এভাবে উড়ান হয়ে
শূন্যপথ ধরে চলে যাওয়া যায়
তাহলে আরও একটু নিবিড় সঙ্গোপনে
না-বলা কথা গুলো আরও ছড়িয়ে দিতাম
পুষ্প গন্ধের মতো গড়িয়ে গড়িয়ে
রূপশালী ধান মঞ্জরির ওপর চলে যেতো…
#
বরফ জলের মতো জোৎস্না গলে গলেে
নেমে যেন চলে যায় কোন মোহভূমির দিকে
দূর থেকে আত্ম অনুসন্ধানী সুর ভাসে
হৃদয়তল ছুঁয়ে ছুঁয়ে যায়, খুঁজতে থাকি
আলপথ ভেঙে ভেঙে সীমানা ছাড়িয়ে…

@ অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা,কলকাতা -৭০০০৬০, ফো ও হো ৯৪৩৩১৩৪৭৬১/৭৫০১৭৭৮২৯১

——————————————–

মহান ।।
—————–
# নিখিল বিশ্বাস ।।

এতোটা কাছে চলে এলে
আমার ভয় ভয় করে,
আমি আগুনকে খুব ভয় পাই,
আমি কেন,
আগুনকে কে না ভয় পায়,
তাই আমি দূরে দূরে থাকি,
নিজেকে হারানোর ভয়ে।

এতোটা কাছে চলে এলে
আমার সত্যি খুব ভয় করে,
ভালোবাসাকে আমি খুব ভয় করি,
আমার মতো অনেকেই করে,
যত কাছে আসা যায়
ভালোবাসা ততোই হারাতে থাকে,
তাই আমি দূরে দূরে থাকি,
ভালোবাসা হারিয়ে যাবার ভয়ে।

যারা আগুনে পোড়েনা,
আজীবন ভালোবাসা ধরে রাখতে জানে,
তারাই মহান।।

© নিখিল বিশ্বাস ।।

——————————————–

শরৎকাল
কলমেঃ মোঃ মনির সরদার
২৮/০৯/২০২২ইং
শরৎকালের ফোটা কাশফুল
হাসে সাদা নীল আকাশের নিচে
ছুঁয়ে যায় ভালোবাসার মন
কাশফুলেরা দোলা দিয়ে যায় দিন বদলে হাসিতে।

ভোরের রোদে শিশির কণা
ঝরে পড়ে মাটির বুকে
রোদের জলকলি পেয়ে
মন ভুলিয়ে কাশফুল নাচে।

মেঘপথে প্রেমের ডাকে
উড়ু উড়ু উষ্ণতার অনুভব খেলা করে
প্রান্ত বিকেল সাজে রঙ বাসন্তীর বদলে চেনা জনপদে।

আমন ধানের নরম ডগায়
প্রেমের ঢেউ তুলেছে বায়ু
শরৎকালে বাড়ছে তোমার ঘুমের আয়ু।

কাশফুল খোঁপায় পরে
যাচ্ছে গাঁয়ের নয়া বধু
স্বামীর সঙ্গে হাতটি ধরে
বলচ্ছে যাবো বাড়ি।

প্রেমের বুকে যাচ্ছে ভয়ে
ছোট নদীর ঢেউ
কৃষক ভাইয়ের পকেট খালি
খোঁজ রাখনি তো তোমরা কেউ ।

শরৎকালের শিশির বিন্দু ছুঁয়ে যাও মন
রঙের ঝাপসায় ঘড়ির কাঁটায় বলে টিক টিক।

প্রেম শরৎচন্দ্রের কথা মনে রাখেনি
তবু কাশফুল হেঁসে খেলে দিয়ে যাচ্ছে তোমাদের নিমিষেই ভালোবাসা!!!

Powered by themekiller.com