Breaking News
Home / Breaking News / মাদকদ্রব্য বিক্রয়ের স্থানগুলি নির্ণয় করতে হবে —— এমপি মোজাফফর হোসেন

মাদকদ্রব্য বিক্রয়ের স্থানগুলি নির্ণয় করতে হবে —— এমপি মোজাফফর হোসেন

নিপুন জাকারিয়া:—

জামালপুরে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। তিনি বক্তব্যে বলেন, জামালপুর জেলার সাথে অন্য যেগুলি জেলার জলপথ ও স্থল পথে সংযোগ রয়েছে, সে সব স্থানে প্রশাসনিক নজরদারী বাড়াতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। মাদকদ্রব্য বিক্রয়ের স্থান গুলি নিরুপন করতে পারলেই, এসব বিক্রি বন্ধ করা সম্বব। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ে যারা ধরা পরে, আমরা তাদের ছাড়াতে তদবির করিনা কখনো। তাদের সাজা আরো কঠোর হওয়া দরকার, আদালত তাদের যদি দুই চার দিনের জেল না দিয়ে, ৬ মাস কিংবা তার অধিক সময় জেল দেয়, এবং তাদের যদি জামিন না হয়, তাহলে মাদকসেবী এমনিতেই কমে যাবে। তিনি অন্য আরেকটি প্রসঙ্গ টেনে বলেন, আমার সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে অভিযোগ আসছে, সারের ডিলারা, সার তুলে, মিল গেটে বিক্রি করে দিচ্ছি, অধিক মুনাফার লোভে। তাদের তিনি হুশিয়ার করে, প্রশাসনকে নজর দিতে বলেন। তার সাথে তাদের ডিলারী বাহিলসহ আইনের আওতায় আনার নির্দেশ দেন।

জেলা প্রশাসক জনাব শ্রাবন্তী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক এ কে এম সৈকত ইসলাম, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলার ও প্রতিটি উপজেলার প্রশাসনিক কর্মকতারা উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com