Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র দুর্দান্ত কবিতা ” স্বপ্ন তুমি “

কবি সারমিন জাহান মিতু’র দুর্দান্ত কবিতা ” স্বপ্ন তুমি “

স্বপ্ন তুমি

সারমিন জাহান মিতু
৯-৯-২০২২

রোবটিক্স ব্যস্ত কোলাহলে স্বপ্ন তুমি ঘুমন্ত ভোর হয়ে জেগে ওঠোনা আর,

এ জীবনের শত শত ভাবনার মাঝে তুমি বড়ো নিস্প্রয়োজন- অহেতুক ঝুটঝামেলা।

কখন ভাঙো কাউকে কূল হারা একলা ঢেউয়ের তান্ডবে- কখন শত সিঁড়ি পিছনে ফেলে উচ্চ শিরোপা জয়ে,

খবর রাখে কে-।

স্বপ্ন তুমি বাস্তবতার মাঝে শীর্ণ দেহ- ক্ষত – বিক্ষত অচেনা যুবকের লাশ,

ছেলের মুখে ভোটকা মদের গন্ধ – মায়ের আঁচলে চাপা অশ্রু নদী।

স্বপ্ন তুমি পরাজিত নারীর পরিত্যক্ত সংসার – ফেলে আসা কিশোরীর বেলার বাবা হারানোর গল্প,

ডাস্টবিনে কেঁদে ওঠা নবজাতকের আর্তচিৎকার।

স্বপ্ন তুমি রাজনৈতিক ভাষনের মিথ্যে প্রলোভন- বেকার ছেলেটার তুচ্ছ বেঁচে থাকা।

স্বপ্ন তুমি আর এসোনা এ ভূখণ্ডের জাতিগোষ্ঠীর অস্তিত্বে,

ফিরে যাও শতসহস্র বছর পিছনে – যেখানে তোমার বুকে লালিত ছিলো ভাইয়ের আদরে,মায়ের স্নেহের মহিমায় মহিমান্বিত জীবন- প্রিয় চোখে ভালোবাসার নীল পদ্ম।

স্বার্থপর মানবতার কাছে গুমরে কাঁদা তুমি বড়ো বেমানান – স্বপ্ন তুমি ভেঙে গুড়িয়ে যাও,

এ সভ্যতায় তোমাকে পিষে মেরেছে- জাগ্রত বিবেকহীন রোবটিক্স আপনজন।

Powered by themekiller.com