Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” আশিতেও হয়না”

কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” আশিতেও হয়না”

কবিতা — আশিতেও হয়না।
শ্যামল ব্যানার্জী
০৮/০৯/২০২২

একদিনে শিখবে কি আর
ভাঙবে পাহাড় পরবে মাথায়
তার চেয়ে এই সে ভালো
যেমন আছো তেমনি থাকায়।

মাস্টার মশাই দাবড়ে দিয়ে
বললে হেঁকে,
যা হয়নি সাত ষোলোতে,
এই আশিতে কিসের সাহস?
উল্টো দিকে,
বলছে তাবড় জ্ঞানী লোকে
শেখার নাকি হয়না বয়স।

বেয়ারা এক মানুষ বলে,
নেইতো আমার চোখে ঠুলি,
সাত ষোলোতে নাহোক আমার
আশিতেই সই ,
শিখবো এবার অন্য বুলি।

আগে নাকি চাঁড়াল ভুতে
চাপতো মাথার পরে
এখন দেখি অজ্ঞান ভুত
টিপছে গলা ধরে।

বুদ্ধিজীবীর নত ঘাড়ে
অন্নদাতার ভুত
হাড়-হাভাতে মানুষ গুলো
যেন সতীন পুত।

মানুষ গুলো হাঁটছে যেন
হতচেতন মনে
আলোর রেখায় থমকে দাঁড়ায়
কুরুক্ষেত্র রনে।

একটুখানি বুদ্ধি যদি
থাকতো ওদের ঘটে
মানচিত্র বদলে দিত
আঁকতো অন্য পটে।

অন্ধ মনে বন্ধ কথা
বোল ফোটেনা যথা তথা,
সামনে দেখি ভুইফোঁর সব
পিছে পিছে কানকাটা শব।

ষোলোতেও যা আশিতেও তা
জাবর কাটার জাবদা খাতা
নিস্ক্রিয় মন দারুণ দহন
প্রতিকারহীন অসহ সহন,
নিস্তেজ ক্রোধ নির্বোধ বোধ
একদিন সব হিসেবের
হবেই যে শোধ.. হবেই যে শোধ।

error: Content is protected !!

Powered by themekiller.com