মোহাম্মদ সিন্টুঃ
‘জেগেছে যুব গড়েছে দেশ, পল্লীবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে চাঁদপুর জেলার জাতীয় যুব সংহতির সম্মেললন বাস্তবায়নে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির কার্যালয় সস্মুখে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সফিউল্লাহ সফি। তিনি বলেন, জিএম কাদেরের নেতৃত্বে সারাদেশে ঐক্যবদ্ধ হচ্ছে। নিঝুম পাটওয়ারী নেতৃত্বে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে ভালো একটি কমিটির গঠন হবে।
সভায় জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী সভাপতিত্বে প্রধানবক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য মো. সালাউদ্দিন আহমেদ।
জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. নাজমুল গাজী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সস্পাদক সুমন আশ্রাফ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাচ্চু।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন চৌধুরী, হারুন গাজী, মো. ফারুক গাজী, কচুয়া উপজেলা যুব সংহতির কামরুজ্জামান, মতলব উত্তর উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আজহার মুফতি, হাইমচর উপজেলা যুব সংহতির সভাপতি খাজা আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা একটি সুন্দর সম্মেলন চাই। আমরা আশাকরি জেলার যুব সংহতির নতুন আহবায়ক কমিটির মাধ্যমে একটি সুন্দর সম্মেলন অনুষ্ঠিত হবে। নিঝুম পাটওয়ারী নেতৃত্বে একটি সুন্দর সম্মেলন আমরা উপহার পাবো। আমরা জোট করে নির্বাচন করতে চাই না। আমরা হাস্যের পাত্র হতে চাই না। আমরা কারো অংশীদারী হতে চাই না। আমাদের উপজেলাগুলো অত্যন্ত সুসংগঠিত।
এসময় সভায় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাশেম দর্জি, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ভূঁইয়া, সেলিম শেখ, যুব নেতা ইব্রাহিম খলিল, ফারুক আলী, জয়নাল, তানভির পাটোয়ারী, মনির মিজি, সোহাগ জামান ভূঁইয়া, বাচ্চু মাল, জহির, নাঈম গাজী, নাজিম গাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. শফিকুর রহমান।