Breaking News
Home / Breaking News / চাঁদপুর শাহমাহমুদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ কর্তৃক শিশু জন্মনিবন্ধন শুরু

চাঁদপুর শাহমাহমুদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ কর্তৃক শিশু জন্মনিবন্ধন শুরু

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যতিক্রমি একটি উদ্যোগ গ্রহনে ইউনিয়ন পরিষদের এলকায় জন্মনিবন্ধন প্রক্রিয়া গ্রহন করা হয়েছে। উক্ত পরিষদের সকল গ্রাম পুলিশ ইউনিয়নের সকল স্থানে দেড় মাস থেকে তিন মাসের মধ্যে জন্ম গ্রহন করেছে তাদের তথ্য সংগ্রহ করা হইবে বলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী। ৮ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মুলতঃ এ মহৎ উদ্যোগটি প্রশংসনীয় বলে শাহ মাহমুদপুর ইউনিয়নের সচিব এম এ কুদ্দুস রোকন এ উদ্যোগ গ্রহন করে। এ সময়ে পরিষদের মধ্যে গ্রাম পুলিশদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শাহমাহমুদপুর ইউপি গ্রাম পুলিশ বাড়ি বাড়ি গিয়ে শিশুর তথ্য এনে জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করেন। তাদের মধ্যে সর্বোচ্চ তথ্য সংগ্রহ করে প্রথম হয়েছেন দীপালি রানী, দ্বিতীয় হয়েছেন নুরুল ইসলাম (দফাদার) এবং তৃতীয় হয়েছেন রফিকুল ইসলাম শেখ।

গ্রাম পুলিশবাহিনীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে পরিষদের পক্ষ হইতে পুরস্কার বিতরণ করেন চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী।

error: Content is protected !!

Powered by themekiller.com