Breaking News
Home / Breaking News / কচুয়ায় আমেনার সাথে প্রতারনা যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কচুয়ায় আমেনার সাথে প্রতারনা যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের উত্তর পাড়ার মৃত নুরু মিয়ার মেয়ে আমেনা সাথে প্রতারনা যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় রহিমানগর বাজারের সাতবাড়িয়া সড়কে গ্রামবাসীর প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কারীরা অবিলম্বে সাতবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ধর্ষক ও প্রতারক হৃদয় হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে।
উল্লেখ্য যে, আমেনা আক্তারের দরিদ্রতার সুযোগে প্রায় দু’বছর পূর্বে থেকে একই গ্রামের করিম মেম্বার বাড়ির মৃত বিল্লাল হোসেনের ছেলে হৃদয় (২২) আমেনা কর্মস্থলে যাওয়া আসার সুবাধে তাদের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্কেও একাধিকবার মিলিত হয়। সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে আমেনা নিজ কর্মস্থল থেকে বাড়িতে যাওয়ার সময় হৃদয় পিছু নেয়। আমেনা বসত ঘরে প্রবেশ করা মাত্র হৃদয় তার মুখ চেপে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ব্যাপারে আমেনা আক্তার বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে এবং ঘটনাটি বুধবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়। এছাড়াও ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

error: Content is protected !!

Powered by themekiller.com