Breaking News
Home / Breaking News / চাঁদপুরে তিনদিনব্যাপি কৃষি মেলার উদ্ধোধন

চাঁদপুরে তিনদিনব্যাপি কৃষি মেলার উদ্ধোধন

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সদর উপজেলা কৃষি মেলা তিনদিন ব্যাপী চাঁদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

প্রযুক্তি নিয়ে করব কৃষি – লাভ আসবে অহর্নিশি, ডিজিটাল করব কৃষি – সুখে থাকবো দিবানিশি ” এ লক্ষ্যে আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় তিনদিন ব্যাপী উপজেলা কৃষি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব ) ফাহমিদা হক ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইউব আলী বেপারি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল্ল্যা পাটওয়ারী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারি, ইব্রাহিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম খান, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর খালেদা খানম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিজাম উদ্দিন, কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার তাপস কুমার দাস, জসীমউদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’ উপসহকারী পরিচালকই মারজানা আক্তার, বিএডিসি সার ও বীজ ডিলার মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মোট ১১ টি স্টল অংশগ্রহণে যথাক্রমে ঃ অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, পারিবারিক সবজি ও পুষ্টি বাগান, বীজ ও সারের নমুনা প্রদর্শন, আধুনিক পদ্ধতিতে ধান চাষ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, সর্জন পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শন, মাটির স্বাস্থ্য ব্যাবস্হাপনা কর্ণার, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি প্রদর্শন, বিএডিসি’ সার ও বীজ ডিলার মেসার্স পাটওয়ারী এন্টারপ্রাইজ, ইস্পাহানি এগ্রো লিমিটেড ও পুলিশ লাইনস নার্সারি।
প্রতিদিন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মেলার স্টল দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে।

Powered by themekiller.com