Breaking News
Home / Breaking News / কচুয়ায় ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ পাম্প চালু রাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

কচুয়ায় ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ পাম্প চালু রাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধান উৎপাদনে সেচপাম্প চালু রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রহিমানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠানে চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও কৃষি অফিসার ওসমান গনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুর পল্লী বিদ্যু সমিতি-১ সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বেলায়েত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: সোফায়েল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন- ইউপি সদস্য জহিরুল হক মোল্লা, সফিকুর রহমান, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক বাবু সনজিৎ সরকার প্রমুখ।

বক্তারা বলেন- বৃষ্টি না থাকায় বিশেষ করে ধান চাষ উৎপাদন হুমকির মুখে পড়েছে। সরকারও এ নিয়ে উদগিন্ন। সরকার কৃষকদের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্য রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কোন দুর্যোগ না থাকলে বিদ্যুতের লোডশেডিং হবে না। এ সময় সেচ পাম্প চালু রাখার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

Powered by themekiller.com