Breaking News
Home / Breaking News / ভোলার বোরহানউদ্দিনে ৩টি জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে ৩টি জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা

মো কামরুল হোসেন সুমন,ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে ৩টি তেল বিক্রির প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা করেছে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার আইন অনুযায়ী রাকিব স্টোরকে ৫ হাজার, মুন্না ট্রের্ডাসকে ৫ হাজার ও রনি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে নির্ধারিত পরিমাণ তেল অপেক্ষা কম তেল ভর্তি বোতল পাওয় যায় যাতে পরিমাপের চেয়ে প্রায় ৫’শ মিলি তেল কম রয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান বাসস’কে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে

error: Content is protected !!

Powered by themekiller.com