Breaking News
Home / Breaking News / একজন সফল নারী ইলা আক্তার

একজন সফল নারী ইলা আক্তার

একজন সফল নারী, নারী অধিকারের উদ্দোক্তা, ইসলাম নিয়ে অবিরাম গবেষনা, চাঁদপুরের কৃতি সন্তান নাম তার ইলা আক্তার। একাধারে তিনি একজন লেখিকা, সাংবাদিক, গল্পকার এবং সফল গৃহিনি। অল্প সময়ের মধ্যে তিনি সফলতা অর্জন করতে সক্ষম। তিনি কচুয়া উপজেলার সুবিদপুরে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। বড় সত্যতা হলো তিনি চট্রগ্রাম বিভাগীয় হেজবুত তাওহীদের নির্বাহী সদস্য। কচুয়া পুরানো বাস স্ট্যান্ড সংলগ্ন হেজবুত তাওহীদের অফিস করেন নিয়মিত। সাদা মনের মানুষ হিসাবে কিছুদিন আগে তার সাথে পরিচয় হয়। গিয়েছিলাম তার অফিসে কিছুক্ষন ইসলাম নিয়ে আলাপচারিতা হয়। পরিচ্ছন্নভাবে একজন মানুষকে বুজাতে সক্ষম হয়। তিনি ইসলামিক গল্প লিখেন, কবিতা লিখেন, নিজের লেখা একটি বই প্রকাশিত করেছেন। আমার সৌভাগ্য হয়নি তার লেখা বইটি। তবে হেজবুত তাওহীদের কয়েকটি বই আমাকে দিয়েছেন। সময়ের অভাবে বই গুলো পড়ে ওঠতে পারিনি, তবে যত্ন সহকারে রেখেছি, কখনো সময় পেলে পড়বো। মুদ্দত কথা হলো তিনি একজন মানবতার আন্দোলনের বলিষ্ঠ নারী। তার উপমা তিনি নিজেই, তার মধ্যে রাগ অভিমান বিদ্বেষ নেই বললেই চলে। সংসার আন্দোলন নিয়ে কখনো ক্লান্ত হয়নি তিনি। একের পর এক অব্যাহত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মিষ্টি হাসির এ মানুষটা হেজবুত তাওহীদের একজন বলিষ্ঠকর্মী হিসাবে কচুয়া থেকে কাজ করে যাচ্ছেন। লেখক হিসাবেও তার রয়েছে ব্যাপক পরিচিতি। তার লেখা গুলো বাংলারমুখ, গ্রীন বাংলা, দৈনিক চাঁদপুর প্রতিদিন ছাড়াও বিভিন্ন অনলাইন নিউজে প্রকাশিত হচ্ছে নিয়মিতভাবে। একদিকে যেমন নারী অধিকার ইসলামিক আন্দোলনে সক্রিয় তেমনি তার সংগঠন হেজবুত তাওহীদে তার সফলতা নিয়ে প্রচুর সন্মান। ইসলামের আলোকে যে সব লেখা গুলো প্রকাশিত হয়েছে সে সব লেখা গুলো আলোচিত। তিনি সর্বাঙ্গীন আলোকিত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলেছে। প্রতিদিনই কচুয়ার অফিসে বসে অজ্ঞ মানুষকে বুজাতেও কৃপনতা নেই তার। এ সমাজে নারীরাও কম কিসে। সমান অধিকার হিসাবে একজন পুরুষের চেয়েও তিনি এগিয়ে রয়েছেন। হতবাক হবার কিছু নেই, তিনি ছুটে চলেন এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে। তার উদ্দোশ্য একটাই আমরা মানুষ। আর একজন মানুষ হিসাবে আমরা কতটুকু সফল। ইলা আক্তার হেজবুত তাওহীদের জাতীয় কমিটির নির্বাহী সদস্য হিসাবে প্রতিনিয়ত ভুমিকা অপরিসীম। আমি তার দীর্ঘায়ু কামনা করি।
লেখক ঃ এম আর হারুন ( সাংবাদিক ও কলামিস্ট,) চাঁদপুর।

Powered by themekiller.com