Breaking News
Home / Breaking News / মেঘনা পদ্মা নয় সাগরের ইলিশে চাঁদপুর মাছঘাট সয়লাব

মেঘনা পদ্মা নয় সাগরের ইলিশে চাঁদপুর মাছঘাট সয়লাব

মোহাম্মদ সিন্টুঃ
ভরা মৌসুমে ইলিশের তীব্র সংকট দেখা দিলেও দক্ষিণাঞ্চলসহ সাগরের ইলিশ চাঁদপুর মৎস আড়তে আমদানি বেড়েছে। ট্রলার এবং সড়ক পথে এসব ইলিশ আনা হচ্ছে মৎস আড়তে। হাট ডাক দিয়ে বিক্রি এসব ইলিশ বিক্রি করছেন আড়তদাররা। প্যাকেটজাত করে পাঠনো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে গত কয়েকদিন ইলিশের আমদানি কয়েকগুন বেড়েছে। প্রতিদিন কমপক্ষে ২ থেকে ৩ হাজার মন ইলিশ আমদানি হয়। এসব ইলিশ ওজনে ৪শ’ থেকে ৬শ’ গ্রাম। প্রতি মন বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ হাজার টাকা। ইলিশের আমদানি বেড়ে যাওয়ায় খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং শ্রমিকরা ব্যস্ত সময় অতিবাহিত করছে।

Powered by themekiller.com