Breaking News
Home / Uncategorized / কবি শারমিন জাহান মিতুর কবিতা ” তোমাকে ছাড়া “

কবি শারমিন জাহান মিতুর কবিতা ” তোমাকে ছাড়া “

তোমাকে ছাড়া

সারমিন জাহান মিতু

২৮-৭-২০২২

মন পোড়া রাতটাকে সাথে নিয়ে –
ভয়কে জয় করে ফজরের আযান পর্যন্ত জেগে কাটিয়েছি- তারপর কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আমি।

তোমাকে ছাড়া একাকিত্বের যন্ত্রণা উপভোগ করছিলাম – জীবন যেন তখন মৃত্যু পুরির সাথে একাকী ভয়ার্ত লড়াই করছিল,

তুমি তখন স্টুডিও নিয়ে মহা ব্যস্ত- কার জানি কবিতার কান্না গুলো বুকে তুলে কন্ঠে ধারণ করছো।

আর আমি একা হবার অভ্যাসের তালিম নিচ্ছি রাতের কাছে,

দু – দন্ড সময় ইদানীং অনেক দামী – পুরনো আয়নার ভাঙা কিছু অংশে মুখ দেখি নিজের – আর ভাবি বেশ তো আছি।

যেমন করে তুমি ভাবো বড্ড সুখে আছি আমি – লাল ডোরা পাড়ের সাদা শাড়িতে – লাল রঙের সিঁদুরে,
এলোচুলে যখন পরম মমতার হাত বুলিয়ে দাও – আমার ঘুমন্ত মুখে -সত্যি তখন বেশ সুখী আমি।

আমার কষ্ট গুলো যখন তুমি ছুঁতে পারো না- নিঃশব্দে টের পাই দূরত্বটা বেড়ে যাচ্ছে কাজের অজুহাতে,

বিশ্বাস করো একটা বালুকণা যেমন শরীরের সঙ্গে মিশে থাকে – ততটুকুও দূরে থাকো চাই না – চাই আরও গভীরে পেতে।

কিন্তু জীবন ছকে এঁকে দেয়া চিত্র গুলো তোমার – আমার পেন্সিল দিয়ে আঁকা নয়,

মেনে নিয়েই আমরা বেঁচে থাকি- ইদানীং দুঃখ গুলো, একাকিত্বের যন্ত্রণা খুব মামুলি ব্যাপার- জীবন তা বোঝে – কিন্তু মন বোঝে না সে দগ্ধ দহনে মরতে মরতে তাকিয়ে থাকে সবুজ সিগনালে – কখন ভোর নামে রাতের কোল ঘেষে।

Powered by themekiller.com