Breaking News
Home / Breaking News / চাঁদপুরের কচুয়ার সাচারে রথযাত্রা উৎসব

চাঁদপুরের কচুয়ার সাচারে রথযাত্রা উৎসব

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
ভারতীয় উপ মহাদেশের অন্যতম বৃহত্তম চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার জগন্নাথ ধাম মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সপ্তাহ ব্যাপী ১’শ ৫৪ তম রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) রথ টানার মধ্যদিয়ে এ উৎসব শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণ থেকে রথটি টেনে প্রায় ৫’শ ফুট দুরে সাচার বাজারের পূর্ব প্রান্তে নিয়ে আসা হয়। হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ এ রথটানা উৎসবে অংশগ্রহণ করে। রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। এ মেলায় কুটিরশিল্পের বিভিন্ন আসবাবপত্র, খেলনা,প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় সমগ্রীর প্রায় ৫’শ স্টল বসে। রথটানার পূর্বক্ষণে জগন্নাথ পূজা ও সাংস্কৃতিক সংঘ্যের সভাপতি বটুকৃষ্ণ বসু ও রথ উৎসব পরিচালনা কমিটির সভাপতি বাসুদেব সাহা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

error: Content is protected !!

Powered by themekiller.com