Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা”একা হবো আমি “

কবি সারমিন জাহান মিতু’র কবিতা”একা হবো আমি “

একা হবো আমি
-সারমিন জাহান মিতু

অমীমাংসিত সংলাপে মনের
বেড়িবাঁধ ভেঙে,

প্রলয়ংকরী ঝড়ের আবেশে
নিগূঢ় নির্জনে নির্বাসিত
দূর দ্বীপে ঘোর কুয়াশা আমি।

সারিবদ্ধ সারসের তামাশার
অতলে ক্ষেপে ওঠা বুনোহাঁস
অনুভবের তীব্রতায়
টিকে থাকার লড়াইয়ে ঝাপিয়ে পরে
একা হতে চাইছে সময়।

মাঝে মাঝে একা বড্ড একা
শুধু নিজের শত শত একার সঙ্গেই মিশে
একাকিত্বের অপরূপ সৌন্দর্য্যের অন্তর পূজারী।

ইচ্ছের কাছে সমার্পিত এক গুচ্ছ স্বপ্ন
আরও বেশি একা হতে চাইছে,

একা হবার রঙ তুলিতে ঢেউয়ের রঙধনু
আবির ছড়িয়ে বেদনার নীল রঙ
রাঙিয়ে তুলক আমার একাকী
আয়নায় উল্টো দিকের আমাকেই।

তবু আরও ভয়ংকর নির্জনতায়
মনের সরোবরে একাকিত্বের বিশুদ্ধতায়
বারবার অনাবিল সুখে একা হবো আমি।

তুমি নামের তোমাকে
আর কোনদিন আমার হতে ডাকবো না আমি।

(গতবছরের লেখা)

Powered by themekiller.com