Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

#সন্মোহন
#শিমলা

ঝরে পড়া কৃষ্ণচূঁড়ার পাঁপড়ি গুলো কুড়িয়ে নিলাম আঁচলে,
আমার শ্বেত শুভ্র শাড়ীটা বদলে নিলো তার রঙ,
লালচে আলোয় ভেসে যাচ্ছে শরীরী অবয়ব
অনেক কালের বৈভব বিহীন আমি আলংকারিক শিখায় পু্ড়িয়ে নিলাম অস্তিত্ব,
জন্মান্তরবাদ মানি না আমি
কোন এক জন্মের বাসর শয্যার স্বপ্ন বোনার সুঁই সুঁতো নেই আমার কাছে
ভোগের ঘরে যখন প্রবল জোয়ার আসে তখন কটা গ্রাম ভেসে গেলো সে খবর কে-ইবা রাখে।
তাই বদলে নিয়েছি শাড়ীর রঙ
বদলে নিয়েছি নিয়তির পথ
নিত্য পুজো হবে এবার মন্ডপে
বাজবে ঘন্টা, কাঁসর, দেবো ঘর কাঁপিয়ে উলুধ্বনি
পূর্ণতার আভায় নিজেকে সাজিয়ে নেবো
আর তোমাকে দিয়ে আঁকিয়ে নেবো চোখে কাজল, কপালে টিপ
আমি জানি তৃষ্ণার্ত তুমি হবেই।

——————————————–
একা নয় দু’জনে

প্রতীক্ষার প্রহর
বিলম্বিত অবসর
ক্ষণে ক্ষণে
ব্যাকুল মনের ছটফটানি
অসর ঋতু,
যৌবনের ভালো মন্দ ‘ দুই ‘

রাস্তা দেখে দেখে
ক্লান্ত হয়ে যায় যখন নয়ণ
শুধু স্তব্ধতা এসে ভরায়
নির্জনতা আর নিঃসঙ্গতা ‘দুই’

মরসুমের আনন্দে
আগুন লাগাচ্ছে আজ,
কি বিচ্ছেদ, কি একান্তে,
“একা নয়, দু’জনে”

হারাধন দাস
২৬.০৬.২২

——————————————–
“” আজ তবে গেয়ে যাই”” ২৬/০৬/২০২২

স্বপন_সরকার

আজ তবে চলো গেয়ে যাই সাম্যের গান
হীন কুটকৌশলতা রাখি দূরে,
হৃদয়ের সব কালিমা মুছে দেই,ঘুচে দেই হিংসা
মানুষ হয়ে ভালোবাসি মানুষকে প্রাণ ভরে।

দেখো আজি আকাশে রৌদ্রের উজ্জ্বল বারিধারা
আলোয় আলোয় ভরে দিয়েছে মন,
তবে কেনো রাখবো বন্ধ করে মনের জানালা
খেলে যেতে আলো আঁধারী খেলা সর্বক্ষণ!

প্রাণের আকুতি থাকুক মানবতার তরে নিয়োজিত
থাকবো মোরা একে অপরের জন্য,
জাত পাতের ঘৃণার নগ্ন মানসিকতা পরিহার করে
গড়ে তুলবো ভালোবাসাময় পৃথিবী অনন্য।

মুছে দেই আজ বেদনাক্রান্ত মনের অশ্রুধারা
ভ্রমরের গুঞ্জনে ছিটিয়ে দেই সৌরভ,
লোভ লালসার মোহ ত্যাগ করে সাজাই সমাজ
তবেইতো করতে পারবো মানবতার গৌরব।

——————————————–

মানুষ
শাহ্ মোহাম্মদ ইসমাইল হোসেন
২৭-০৬-২০২২ইং

রক্ত মাংসে হলেও গড়া
মানুষ সবে নয়
মুখের কথায় চিনতে মানুষ
মনে লাগে ভয়!

মানুষ হয়ে মানুষ মারে
মানুষ সেকি আছে
বিশ্বাসে যে ঘটায় দ্বিধা
কি আশা তার কাছে?

ভাইয়ের হাতে ভায়ের নাশ
ছেলের হাতে বাবা
তাদের আবার মানুষ বলি
কিভাবে যায় ভাবা?

দু’হাতে খায় যাকিছু পায়
দেয়না মোটে ছার
পরের খানা খাবলে খেলে
মানুষ থাকে আর?

মানবতায় কুঠার আঘাত
মুখে মধুর বাণী
নয়সে মানুষ বৌদ্ধ খৃষ্ঠান
মুসলিম কিংবা হিন্দুয়ানী।

মানুষ সে জন মানুষের তরে
পারলে হিত করে
মানুষ হয়ে মানুষের অহিত
করতে যেজন ডরে!

——————————————–

নিজেকে করো আবিষ্কার
(লেখকঃ মোঃ মাইদুল ইসলাম)
কেন বলো না মনের কথা
কোন আশায় লুকিয়ে রেখেছ মনের ব্যথা,
যে যায় সে কি আসে?
বন্ধু আমাদের চেনা-জানা কোন দেশে?
ভুলে যাও ধরো হাত
আমি দেবো না তোমায় কোন দিন কোনো আঘাত,
বিশ্বাস রাখো বিশ্বাস করো
আমি ভাঙবো না কোনদিন অঙ্গীকার।
জীবন একটা স্বপ্ন তা পূর্ণ হওয়া দরকার
বেখেয়ালে ধরলে দড়ি জীবন হবে ছারখার,
নিজেকে করো আবিষ্কার
দেখবে সবকিছু ছবির মত পরিষ্কার।
২৬:৬:২২

——————————————–

কবিতা – রাতের মিছিলে
স্বপন কুমার রুইদাস ২৬/৬/২২

রাতের বাতাসে কস্তুরী গন্ধ, মনে এই সময় রূপকথারা সৃষ্টির উল্লাসে লাঙল চালায়!
নিঃশব্দে হেঁটে যাচ্ছে রাতের মিছিল পূর্ব হতে পশ্চিমে, ওদের গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায় ঊষারানী জাগছে নির্ঘুম রাত!
আমি আকাশকে সরে যেতে দেখি তারাদের নিয়ে রুটিন মাফিক এবং জানি একই আকাশ আমরা দেখিনা কখনও!
এবং জানি সবকিছুর মতো এই রাতও ফিরবে না আর ।
এই নিঃসঙ্গ রাত্রির দুপুরে রাতের মিছিলের মাঝে হঠাৎই বসন্ত নামে আমার হৃদয় বাগানে !
ডেকে ওঠে অসময়ে প্রেমিক কোকিল হৃদয় আলোড়িত করে, শ্রাবণী রাতে বৃষ্টি ভেজা কোনও এক রূপকথার রূপসীনী প্রেমিকার তরে ।
এবং এক অনন্য মহাজাগতিক চেতনার প্রেমবৃষ্টিতে আকাশের নীল ছুঁয়ে ভিজতে থাকি ভিজতে থাকি। উষারানীকে আরও একটু প্রতীক্ষা করতে বলি , চাই আরও দীর্ঘ হোক রাতের মিছিল!!

Powered by themekiller.com