Breaking News
Home / Breaking News / নিজেকে আগে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে: …জেলা প্রশাসক কামরুল হাসান

নিজেকে আগে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে: …জেলা প্রশাসক কামরুল হাসান

মোহাম্মদ সিন্টুঃ
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের কে শুধু বক্তব্যে মাদকমুক্ত সমাজ চাই বললে হবে না। বাস্তবে মাদককে নির্মুল করতে হবে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,
মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় পাড়া মহল্লার মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ কে মাদকের ক্ষতিকর দিক অবহিত করতে হবে। মাদক যে ভয়াবহ একটি নেশা বা জাতীয় সমস্যা তা আজকের সন্তানদের অবগত করা হবে আমাদের সাফল্য, তাদেরকে খেলা ধুলায় মনোনিবেশ করতে হবে।সন্তানের প্রতি পিতা-মাতার পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্হা গড়ে তুলতে হবে। নিজেকে আগে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে।
সোমবার (২০জুন ) সকাল ১১ টায়, চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন, কর্মশালা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা) পরিচালক মোহাম্মদ আবদুল হাই পিএএ।স্বাগত বক্তব্য রাখেন,পুনাকের সভানেত্রী আফসানা শর্মীডাক্তার সৈয়দা বদরুন নাহার
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান
বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলার সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু বীর মুক্তিযোদ্ধা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, এন এস আই ডিডি আরমান আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন,পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। কর্মশালায় জেলা ও উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগ, রাজনিতিবীদ, সাংবাদিক, সহ অন্যন্নরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মুলে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন।

Powered by themekiller.com