Breaking News
Home / Breaking News / বন্ধু তুমি, শত্রু তুমি

বন্ধু তুমি, শত্রু তুমি

শাহরিয়ার পলাশ

পুলিশের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ঘুষ খাওয়া, মিথ্যা মামলা দেয়া, গায়েবী মামলা দেয়া, তদন্তে হয়রানি আরো কতকি? যদিও হাল আমলের পুলিশের মধ্যে এই প্রবনতা অনেক কম।

কিন্তু এর বাইরেও কেউ কেউ মানবিক কাজ করেন, যা সত্যিই আমাদের অন্তরে নাড়া দেয়। ইউএনবি চাঁদপুরের প্রতিনিধি একটা নিউজ পাঠান। রামগঞ্জে একটা মেয়ে কিডন্যাপড হয়েছে। ১৫ দিন পর চাঁদপুরের মডেল থানা পুলিশ তাকে খুঁজে পেয়েছে। কিন্তু এডিট করতে গিয়ে আমার চোখ আটকে যায় অন্য খানে।

মডেল থানার সাব ইন্সপেক্টর আওলাদ হোসেন একটি অতিমানবীয় আচরণ করেন। নাসিমা বেগম নামে যে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ, তার মা অত্যন্ত গরীব। টাকার অভাবে সে মেয়েকে নিতে আসতে পারছিল না। এই পুলিশ সদস্য বিকাশের মাধ্যমে টাকা পাঠান ঐ মহিলাকে। পরে সেই টাকায় গাড়ি ভাড়া দিয়ে মেয়েকে নিয়ে যান তার মা।

শুধু তাই নয় অসহায় মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন মডেল থানা পুলিশ। আমরা আশা করব চাঁদপুরের পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ এই সব কাজকে উৎসাহিত করবেন। কারন এরকম ভালো কাজ আমাদের সমাজের জন্য খুব দরকার। খুব বেশী দরকার।

Powered by themekiller.com