Breaking News
Home / Breaking News / কলকাতার কবি ও আবৃতিকার অনমিত্র স্যানাল এর কবিতা “এত গহনা পরেছো কেনো..

কলকাতার কবি ও আবৃতিকার অনমিত্র স্যানাল এর কবিতা “এত গহনা পরেছো কেনো..

এত গহনা পরেছো কেনো..

অনমিত্র..

১৭/০৬/২০২২

এত গহনা পরেছো কেনো ?
সেজেছো শৃঙ্খলে..!
ভালোবেসে বেঁধেছো নিজেকে, তাই..?
গহনার প্রয়োজন বা স্বর্ণ অবগাহন, অর্থহীন,
সব রীতি শেষ হলে খুলে রেখো, অরন্য শাখায়,আহা, প্রতিটি গহনা, বেশ হবে চন্দন চর্চিত, বিনিময়ে মল্লিকা মালায় ঢেকো তেজস্বী ইঙ্গিত,
যে ইঙ্গিতে জ‍্যোৎস্না-ও ম্লান,
এ শরীর পুড়ে গেলে, খসে গেলে ওই শুভ্র ত্বক, পুরোনো বল্কলের মতো,পিঠ, বুক, সব পুড়ে গেলে, পড়ে থাকে
সেই সঙ্গী, আগুন দিয়েছে যে, জল,ঝড় এবং প্রবজ‍্যায়,
নিঃস্ব ব‍্যাথায়,

গহনায় লাগছো শ্রেষ্ঠ নারী, আলো আর আলেয়ায় বেশ ,
পিছমোড়া বেঁধেছো নিজেকে, শৃঙ্খলেই বেশ আছো হাজার বছর,
তবে আর কি..!
চুলের প্রতিটি ডগায়, এই আত্মসমর্পণ নিয়ে প্রভুর সম্মুখে এসো,
বলে যাও কি তোমার রুচি, গহনা সমৃদ্ধ সেই নারী..! নাকি মেসোপটেমিয়া থেকে হেঁটে এসে যে নারী আজ ভোরে গহনা বিলিয়ে দিলো, নব‍্য বীথিকার ডালে,
শোধ করে গহনার ঋণ..?
নারীরা শ্রেষ্ঠ নয় গহনার ক্রমিক সংখ‍্যায়,গননার এক দুই তিন চার, প্রথাগত অচল, প্রাচীন

Powered by themekiller.com