Breaking News
Home / Breaking News / কবি শের আখতার এর জীবনমুখী কবিতা *রহস্যময় অন্ধকার*

কবি শের আখতার এর জীবনমুখী কবিতা *রহস্যময় অন্ধকার*

*রহস্যময় অন্ধকার*
শের আখতার

নিস্তব্ধ রাতের অন্ধকার পৃথিবী রহস্যময়তায় ঘেরা
সব অন্ধকারে গ্ৰাস করে জানিয়ে দেয়
জীবনের শুরুটা যেমন আলো দিয়ে তেমনি শেষটা নিঃসীম ভয়ঙ্কর আঁধারে ঘেরা।

ভোরের পাখির কলতান আর সূর্য উদয়ে জীবনের শুরু হয়,
প্রাণের স্পন্দন রাতের অন্ধকারের রহস্যকে ভুলিয়ে রাখে।

দিন রাত আলো আঁধারির খেলায় পৃথিবীর এই রহস্যময় চক্র জীবনের শুরু এবং শেষের এক চমৎকার সাদৃশ্য।

রাতের ঘোর অন্ধকার মনে করিয়ে দেয় প্রাণহীন জীবনের আরেকটি অধ্যায় ,
যেখানে মৃত্যুর মত সবকিছু সুনসান নীরব আঁধার,
সবাই ঘুমিয়ে পড়ে নিয়ন্ত্রণ হীন ভাবে জাগতিক অন্ধকারের মায়াময়ী আহ্বানে।

আমরা বিভৎস অন্ধকারের ভয়ে ছুটি আলোর খুঁজে,
রাতের রহস্যময় কালো আঁধার পেরিয়েই
ফুটে ওঠে ভোরের উজ্জ্বল আলো।

আঁধারের বুক চিরে আলোর ঝলকে বেঁচে থাকার আনন্দ অনুভব করিয়ে দেয় মহান সৃষ্টিকর্তা ।

জোনাকি পোকার ঝিকিমিকি আলো ও চাঁদের অপরুপ জোছনার নৈস্বর্গিক সৌন্দর্যই ঘুমিয়ে যাওয়া বা মৃত্যুর পরবর্তী রহস্যময় অবিনশ্বর জগতের সৌন্দর্যকে মনে করিয়ে দেয় ।

আলো চাই, আরো আলো চাই,
আলো যে সত্যের প্রতিক,দিক নির্দেশক,
অন্ধকার হলো রহস্যে ঘেরা অজানা এক জগৎ ।
নিস্তব্ধ আঁধার দৃষ্টি সীমার বাইরে অপ্রকাশিত ও রহস্যময়, যা মৃত্যুর মত বাস্তব সত্য।

তারিখ: ০৩/০৬/২০২২

Powered by themekiller.com