Breaking News
Home / Breaking News / চাঁদপুর কচুয়ায় নাউলা আশ্রয়ণ প্রকল্পের ৪০টি পরিবারের বসতি স্থাপনা জরাজীর্ণ!!দুর্ভোগ চরমে

চাঁদপুর কচুয়ায় নাউলা আশ্রয়ণ প্রকল্পের ৪০টি পরিবারের বসতি স্থাপনা জরাজীর্ণ!!দুর্ভোগ চরমে

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা আশ্রয়ণ প্রকল্পে ৪০টি পরিবারের স্থাপনা জরাজীর্ণ হয়ে পড়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে তারা। স্থাপনার বেড়া ও ছাউনির টিনগুলো সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে বড় বড় ছিদ্র হয়ে যায়। এতে করে বর্ষা মৌসুমে ছাউনির ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও বসতির স্থাপনা গুলো নির্মান করার সময় ভিটা না বাধায় বৃষ্টির পানি বসতির মেঝেতে ঢুকে পড়ে।

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। এ স্লোগানে ১৯৯৯ইং সালে এ ৪০টি পরিবারের মাঝে আধা শতক করে ২০ শতক ভূমি বরাদ্দের উপর তাদের বসতি নির্মিত হলেও অদ্যবধি এর কোন সংস্কার করা হয়নি। আশ্রয়ণ প্রকল্পের সাধারন সম্পাদক মহিনউদ্দিন জানান, কচুয়া উপজেলা সাবেক নির্বাহী অফিসার নীলিফা আফরোজ আমাদেরকে বলেগেছেন, বসতিগুলো উন্নয়নের জন্য ২ কোটি ৭০ লক্ষ টাকার একটি প্রস্তবনা মন্ত্রনালয়ে পাঠিয়েছেন। কিন্তু আমরা আদৌ জানতে পারি নাই বরাদ্দ মঞ্জুর হয়েছে কিনা? তার বক্ত্যেবের পরিপ্রেক্ষিতে এ প্রতিনিধি উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দফায় দফায় খোঁজ নিতে গেলে তাদের ওই প্রস্তাবনা পাঠানোর কোন তথ্য পাওয়া যায়নি। তবে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ জানান, সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।

অতিব জরুরি স্থাপনা গুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী বসতিরা।

Powered by themekiller.com