Breaking News
Home / Breaking News / সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এগিয়ে নিচ্ছে… জেলা প্রশাসক

সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এগিয়ে নিচ্ছে… জেলা প্রশাসক

মোহাম্মদ সিন্টুঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
শুরুতেই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাচ্ছর। ১০টি উদ্যোগে মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। নারী ক্ষমতায়নের দিকে নারীরা অনেকদূর এগিয়ে গেছে। সর্বক্ষেত্রে এখন নারীদের সম্পৃক্ততা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চান প্রতিটা সেক্টরে নারীরা থাকুক।
জেলা প্রশাসক বলেন, আশ্রয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন একটি মানুষও গৃহহীন থাকবে না। মানুষ যখন আশ্রয় পাবে তখন আমাদের মাথাপিছু আয় আরো বাড়বে। জীবন যাত্রা মান বাড়ে। শিক্ষার ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্দ্যোগ নিয়েছেন। সরকার অবহেলিতদের নিরাপত্তা বেস্টনিতে নিয়ে এসেছেন। বিভিন্ন রকম সেবা পাচ্ছে সাধারণ অসহায় ও অবহেলিত মানুষসহ বিভিন্ন রোগীরাও। সরকার সকল সেক্টরের মানুষদের জন্যে চিন্তা করছেন এবং জীবনমান উন্নয়নে কাজ করছেন। প্রয়োজন আমাদের স্বদিচ্ছা ও আন্তরিকতা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন। সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।

Powered by themekiller.com