Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা ” পিপাসিত মন “

কবি সারমিন জাহান মিতু’র কবিতা ” পিপাসিত মন “

পিপাসিত মন

সারমিন জাহান মিতু

২৬-৫-২০২২

মেটে না এ পিয়াস মনের-
দাও বারিষধারা
– জল আনো আর-ও ঢালো মন কুঞ্জবনে,

ব্যথিত তৃষ্ণায় ক্লান্তিতে তোমারও লাগি মনও কাঁদে।

এসো হৃদয় খুলে দাও
– তুলে না-ও বাহুডোরে,

মোর সময় দূর দীপশিখা জ্বলে
– কভু বুঝি নিভে যায় – বড়ো একা একা লাগে।

মাধবী ফুলে ফুলে এ আঙিনায়
– শিশির ঘাসে প্রেমডোরে বাঁধে
– পাখির কলতানে,

এসো প্রাতঃ স্নানে স্নিগ্ধ মনে
– শান্তির পরশ মেখে – দাও স্বস্তি
– দাও নিঃশ্বাস বাতায়ন খুলে।

বুঝি আঁখিজলে ভিজে যায় ধরত্রী সীমা
– মহাকাশ হতে দূরে বহুদূরে
– নির্জন নিঃসঙ্গতায়,

অধীর আকাঙ্খার বাসনা ফিরে চাহে তোমার পানে- নীরব ভালোবাসা কাঁদে নীল সরোবরে।

ফিরে এসো –
ফিরে এসো আপন নীড়ে
– পিপাসিত মন ছুঁয়ে দাও ভালোবেসে।

Powered by themekiller.com