Breaking News
Home / Breaking News / কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “ছলে “

কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “ছলে “

ছলে
সোনালী আদক
২৫/০৫/২২
আপন স্বপ্ন চুরমার করে বানালি যারে দেশের চিকিৎসক,
তার পিতা মাতা বুকে ক্ষত লুকিয়ে পরিত্যক্ত পরিব্রাজক।
কঠোর শ্রমের ঘাম বেচে করলি যারে আইনের রক্ষক,
তার বাপ বিচারহীন পথের ডাস্টবিনের দুমুঠো উচ্ছিষ্টের ভক্ষক।
তিলে তিলে শরীর ক্ষুইয়ে গড়লি যারে সমাজ শিক্ষার শিক্ষক,
তার মা আজ বাটি হাতে ফিরে শিক্ষিতের অন্ধকারে ভিক্ষুক।
তোলপাড় করা ক্লান্তির বিনিময়ে করলি যারে ব্যারিস্টার,
বাবা যে তার আশ্রমের কোণে গুনছে আঙ্গুল জীবন নামতার।
স্বইচ্ছা স্বাচ্ছন্দ্যের অপমৃত্যুতে ভবিষ্যত জমালি যার বিদেশ পাড়ি,
মায়ের একাকীত্বের জরা জীর্ণের বিনিময়ে চড়ছে বেটা দামী গাড়ি।
অনটনেও কয়েক সন্তানের লালন পালনেও পিতামাতা অকৃপণ,
সেই সন্তান বৃদ্ধ এক বাপ মায়ের দায় ভারে চৈতন্য অক্ষম।
ধিক রে পাষান মানব জাতি ঘুনধরা মন পোড়ার দল,
কেমন সন্তান মোরা হায় রে সমাজ পিতা মাতার মমতার সঙ্গে ছল।

Powered by themekiller.com