Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” সময় “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” সময় “

সময়

সারমিন জাহান মিতু

১৭-৫-২০২২

জীবন তখনও ছিলো হেসে – খেলে উচ্ছ্বাসে – আবেগী স্বপ্ন নিয়ে,

আজও আছে ব্যস্ত কোলাহলে নাভিশ্বাসে হত-বিহবল হয়ে।

মানুষ তো একি আমি চোখে- মুখে – ভেতরটা বদলে গেছে সময়ের কষাঘাতে,

পুরনো যে আমি নতুন রূপে – আমাকে আমি চিনতে কি পারি – চেনা দুষ্টুমি অচেনা আজ-যেনো কাঠের পুতুল রং বদলে বেঁচে থাকা আর সময়ের দাসত্ব শৃঙ্খলে নিজেকে অচেনা।

হায় সময় এ নিদারুণ খরা কেন দিলে বেঁধে -যদি দিলে প্রেম অথবা কাঁটা – তবে আমাকে কেন পোড়ায় নিঃসঙ্গ রাত বড়ো একা একা।

যদি ভালোবাসে সে – কাছে আসে ক্ষণতরে -কেন দূরে চলে যায় – মৃত্যু পিয়াসী মন ক্ষণে ক্ষণে তবু তারে কেন কাছে চায়।

Powered by themekiller.com