Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা ” এমন যদি হতো “

কবি হুসাইন মেরাজ এর কবিতা ” এমন যদি হতো “

এমন যদি হতো
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ১৭/০৫/২২

এমন যদি হতো
পৃথিবীর সব কিছুর উর্ধ্বে তুমি আমি,
সকল মায়ার বাঁধন ছিন্ন করে
চলে যেতাম ঐ অদূরে।

যেথা থাকবে সবুজের সমারোহ,
পাখির কূজন, নদীর কুলকুল ধ্বনী,
আরও থাকবে তোমার কোমল পায়ে
নুপুরের রিনিঝিনি শব্দ।

সেথা থাকবে না কোনো মানুষ,
থাকবে না মুখোশ,
থাকবে শুধু প্রকৃতি ও নির্মল বাতাস,
থাকবে আরও পাহাড়ের অবারিত ঝর্ণা ধারা।

তোমার আঁচল বিছিয়ে সেথা
সুখ নিদ্রা যাব,
তুমি আলতো ছোঁয়ায় রুক্ষ চুলের ভাঁজে ভাঁজে
বিলি কাটবে আনমনে প্রেমের খেয়ালে।

নদীর স্বচ্ছ জলে পা ডুবিয়ে
গল্পে হবো মশগুল,
বিকেল গড়িয়ে সন্ধ্যে নামবে,
সন্ধ্যা গড়িয়ে রাত তবুও চলবে
আমাদের প্রেম আলাপ।

ফলমূল, শাঁক, লতা, পাতা
আর খাব নদীর মাছ ও আছে যা তা,
জ‍োসনা রাতে তোমার সাথে
খেলব লুকোচুরি,
আমায় খুঁজে না পেলে
ধরবে রেগে আঁড়ি।
একমুঠো জোনাই পোকা
এনে দিব তোমায় হাতে,
খুশীতে তুমি ভুলে যাবে
থাকবে যত রাগ অভিমান সাথে।

এমন যদি হতো
তোমার হাতটি ধরে উড়ে যেতাম
ঐ দূর নীলিমায়,
মেঘের সাথে খেলতাম লুকোচুরি
তুমি আমি দু’জনায়।

এমন যদি হতো
তবে থাকতো না কোনো হিংসা বিবাদ,
থাকতো না খুনোখুনি,
টাকার লোভে কেউ অমানুষ হতো না,
করতো না সিনাজুড়ি।
ভাবতো সবাই লাভ কিরে ভাই
যেতে হবে সকল কিছু ছাড়ি।
মায়া মমতায় গড়ত সবাই
এক নতুন পৃথিবী অন্য সবকিছু ছাড়ি।

সবশেষে ভাই বলে যেতে চাই
ক্ষণিকের এই দুনিয়ায়,
সবকিছু নীরবে হারায়,
শূন্য খাঁচাটা অবহেলায় পড়ে রয়।

©কবিস্বত্ব সংরক্ষিত ®

Powered by themekiller.com