Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” অজস্র বেদনায় “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” অজস্র বেদনায় “

অজস্র বেদনায়

সারমিন জাহান মিতু

১৫-০৫-২০২২

যে তুমি নিত্য লেখা করো শব্দের শহরে – লিখে চলো কবিতার প্রহর গুনে গুনে মন বিরহের শত কথা,

সেই তুমি কি জানো মন কেন পোড়ে- কেন কাঁদে উচাটন হয়ে।

মানুষ ভালোবাসে কবে- কোন কবিতার চরে সবুজ বৃক্ষের ফসল অথবা ফুল ফোটে,

তবে বেদনা কেন কাঁদে পোড়া মনের দুর্গন্ধ নিয়ে – একলা অবসরে।

যদি ভালোবাসা বলে নাই কিছু থাকে – তবে কবিতা কেন লেখো তুমি – তোমার সৃষ্টির নেশায় কেন মাদকতা – রোজ অপেক্ষা কেন কাঁদে,

কৃষ্ণচূড়ার রঙ বদলে পিষ্ট হয় কেন পথিকের পায়ে -যদি বাতাসের প্রেম না থাকে নিঃশ্বাসের সাথে – তবে নিঃশব্দে নিঃশেষিত হোক প্রাণ-

পৃথিবী মুছে দিক শব্দের সঙ্গে কবির নিবিড়তা।

যদি বিরহ না থাকে – না থাকে ভালোবাসা – যদি কাঁদে কাঁটাবিদ্ধ কবিতা – তবে লিখো না মানুষের মনের কথা – ওটুকু থাক সংগোপনে একান্ত নিজের,

না-ই -বা হলো দুঃখ -বেদনা – ভালোবাসার ইতিহাস – তবুও তো কেউ কেউ ভালোবাসে সকলের অজান্তে – না বলা অজস্র বেদনায়।

Powered by themekiller.com