Breaking News
Home / Breaking News / অবৈধভাবে বালি উত্তোলনে মতলব উত্তোলনে ৩টি ড্রজার আটক

অবৈধভাবে বালি উত্তোলনে মতলব উত্তোলনে ৩টি ড্রজার আটক

এইচ এম ফারুক ঃ
অবৈধভাবে বালি উত্তোলনে মতলব উত্তর উপজেলার কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে এক শ্রেনীর পেশাদার ব্যবসায়ী ক্ষমতার দাপট খাটিয়ে কৃষি জমির পাশের খাল গুলো থেকে বালি উত্তোলন করে কৃষি জমি উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে বলে জানা যায়। কৃষকরা বালি উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে। বালি উত্তোলন প্রতিরোধে উত্তেজিত কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ও মৌখক তথ্য পেশ করেন। এর ফলে উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার স্যারের নির্দেশে এবার মতলব দক্ষিণে কৃষি জমি ও সরকারি খাল থেকে অপসারণ করা হল ০৩ টি অবৈধ ড্রেজার। মতলব দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শুভাশিস ঘোষ।

Powered by themekiller.com