Breaking News
Home / Breaking News / কবি Mirza Fowzia Azimi Tithi এর কবিতা ‘”এক চৈত্র রাতের বৃষ্টি”

কবি Mirza Fowzia Azimi Tithi এর কবিতা ‘”এক চৈত্র রাতের বৃষ্টি”

এক চৈত্র রাতের বৃষ্টি

Mirza Fowzia Azimi Tithi

ঠাঁয় দাঁড়িয়ে আছো, এতো কি ভাবছো ?
এসো হাতটা ধরো ,চলো আজ রাতে বৃষ্টিতে খুব করে ভিজবো।

হলদেটে মেঠো চাঁদ রাগ চোখে তাকিয়েছিলো,
হেরে গেছে বলে।

ঐ দেখো হলদেটে আধডোবা চাঁদ ও,মেঘের আড়ালে মেঘবালিকার প্রেমে বুঁদ হয়ে আছে গভীর চুম্বনে।

দেখো, রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে ,আধডোবা চাঁদ ইশারায়
ফিসফিস করে বললো তোমরা ও এসো আমাদের
সাথে।

চৈত্রের খাঁ খাঁ দুপুরে নরম মাটির বুক ফেটে চৌচির
সেই কবেই!

প্রতীক্ষার প্রহর গুনছে নিঃশব্দ কান্নায়, শুনেছি হৃদয় ভাঙ্গার গুঞ্জন। হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে দেয়নি-ঝমঝম বৃষ্টি!

এসো আজ খুব বৃষ্টিতে ভিজবো দুজন।
হাত রাখো এই হাতে আলতো ছোঁয়ায়,
তারপর চলো যাই বৃষ্টি বিলাসে।

মধুমঞ্জুরিলতা, দোলনচাঁপা, কামিনী, জুঁই বুনো ফুলের ঝোপঝাড় বৃষ্টিপ্রেমে স্নাত।

বুনোহাঁস গুলো দল বেঁধে, কখনো দল ছেড়ে বৃষ্টির প্রেমে ডুব সাঁতারে বাঁধনহারা।

ড্যাব ড্যাবে চোখে গভীর রাতের পেঁচারা দিনের আলোয় দেখতে না পাওয়ার বেদনা ভুলে বৃষ্টির জলে শরীর ছুঁয়েছে ইচ্ছে ভালবাসায়।

আজ আমরা পবিত্র বৃষ্টির জলের ধারায় অবগাহনে
ডুব সাঁতারে ভাসবো।

ঝম ঝমিয়ে সেকি বৃষ্টি প্রতীক্ষার প্রহর ভেঙ্গে চৈত্রের রাতে!
সোঁদা মাটির গন্ধে না বলা শব্দের মতো রইবো না হয়
শব্দহীন।

error: Content is protected !!

Powered by themekiller.com