Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

শিরোনাম-আমি,রমা ও স্বাধীনতা
কলমে-অতনু সেনগুপ্ত
11-05-22

স্বাধীনতা মানে মুক্ত আকাশ,
মিথ্যে মেঘের সারি-
স্বাধীনতা মানে ভাগ-বাটোয়ারা
নিঃশ্চুপ কাড়াকাড়ি।

স্বাধীনতা মানে কানামাছি খেলা
চোর-পুলিশের দল-
স্বাধীনতা মানে বর্ষায় ভেসে
খড়টুকু সম্বল।

স্বাধীনতা তুমি কার–!!
প্রশ্নটা বারবার,
৭৫-বছর পেরিয়ে এসেও
এখনো যে জেরবার!!

স্বাধীনতা মানে দগ্ধ সকাল,বিষন্ন দুপুর
ক্লান্ত রাত্রির মত ব্যাকুল
স্বাধীনতা মানে প্রতিদিনই ওঠে নতুন সূর্য্য
রাত্রে শুকায় ফুল।

স্বাধীনতা হলো অলি-গলি জুড়ে
বৈষম্যের ছাপ স্পষ্ট,
এখনো রমারা দেহ বেঁচে খায়
স্বাধীনতা নয় নষ্ট—!!!

তবু তুলে ফুল,ছোটে ইস্কুল
পতাকা উঠবে বলে!!
স্বাধীনতা কি??কারা মুছে দিল
ঠগবাজি কৌশলে—!!

স্বাধীনতা”: তুমি কি?স্বাধীনতা তুমি কার!!
কোনো মনিহারি দ্রব্য ?নাকি স্নো,পাউডার?
না পাঞ্জাবি ঝেড়ে,সুগন্ধি মেখে
দারিদ্র তাড়াবার???

কিছুই জানেনা ,তবুও রমা
গেয়েছে সাম্যবাদের গান।
নীরবে কাঁদায় সুভাষ চন্দ্র
হাজার ক্ষুদিরাম।

রমার কথায়;-স্বাধীনতা হলো “মোদের জিয়নকাঠি'”
হায়!রমা বেচারারা আজও বোঝেনি”কো
হারামী গুলো স্বাধীনতা খেলো
বেঁচে দিলো ঘটি বাটি।

স্বাধীনতা? তুমি কার!!
প্রশ্নটা বারবার-
৭৫- বছরেও উত্তর দিতে
হয়ে গেলে জেরবার!!

——————————————–
বানভাসি
অরিন্দম চট্টোপাধ্যায়

বানভাসি ভালবাসা আকাশ পথে
হাতের মুঠোর ভেতর ধরে রাখা মেঘ
নিমেষে হয়ে যায় এক অন্যআকার
যেমন একটা সম্পর্ক বিবর্ণ বসন্তের মতো
তবু মেঘ যেন সমুদ্রমেঘ
দেখলে হৃদয় দহনের গল্প গুলো
অক্ষর ও শব্দছন্দ মিলে একেকটা
এঁকে বেঁকে যাওয়া পথ হয়ে যায়

উড়ে গেছে আঙুলের ডগা থেকে
নিঃসঙ্গতার গল্প ভাঙা মেঘ হয়ে হয়ে
বিরহী সুরে তানপুরা বেজে চলেছে অদূরে
অনেকটা সেই নির্জনের নদীর মতো
রাত্রি নেমে চিরসখ্যতা কোথায় নিয়ে যায়
যেন হয়ে যায় চির বিচ্ছেদের গল্প…
তাকিয়ে থাকি পদসঞ্চারের দিকে…
আর দৃশ্যের ভেতর আসে সুদুর দিগন্ত

——————————————–
আজ মা দিবস
চৈতন্য কুমার বর্মন
১১/৫/২০২২
*******************************************************
মাগো,
আজ তোমার জন্মদিন নয়—মা দিবস।
তোমার মত ঘুঁটেকুড়োনী ধানকুড়োনী মা
কোনোদিন এর অর্থ বুঝবে না।
বাবা তোমাকে যেদিন ত্যাগ করেছিল
আমি তখন এতটুকু ছিলাম
বলা যায় বাদুড়ঝোলার মতো ঝুলে থাকতাম তোমার কোলে।
তুমি চুল ছেড়ে দিয়ে কেঁদেছিলে।
সারাগায়ে লেগেছিল তোমার পতিভিটের ধুলো।
দেখেছিলাম
পেছন থেকে বাবা তোমাকে লাথি মেরে বলেছিল,
দুর হ—কোনোদিন যেন আর না দেখি।
এত ঠুনকো ছিল তোমাদের বিয়ে—তোমাদের সংসার—তোমার স্বপ্ন।
আমি কি তখন বুঝতাম
আমি শুধুই কেঁদেছিলাম।
তুমি আমাকে নিয়ে দিশেহারা সাগরে ঝাপ দিয়েছিলে
অথই জল—বিকট স্রোত—কূলহীন কিনারাহীন।
বুক আগলে আমাকে তুমি বাঁচাতে চাইলে।
কত যে কামুক চোখ তোমাকে এলোমেলো করে দিতো।
কত যে বাড়িওয়ালা তোমাকে একলা পেতে চাইত।
তুমি পতিচিহ্ন বুকে নিয়ে লড়াই করতে—
আমি তখন একটু একটু বুঝতাম।
একদিন
তোমার স্বপ্ন পূরণ হলো—আমি বড় হলাম।
আমিও বেঈমান বাবার মতো তোমাকে ভুলে গেলাম।
শুনেছি
তুমি আবার ধান কুড়োতে
তোমার মাজা কুঁজো হয়ে গিয়েছিল।
তুমি মরে গেছো শুনেও
একমুঠো ধূলোও দিতে যাইনি।
আমি যে অনেক বড়লোক মা
বড়লোক আমার স্ত্রী
বড়লোক আমার ছেলে।
শুনেছ মা
আজকে আমার ছেলেটা
রঙিন এক ফুলের তোড়া এনে ওর মা’র হাতে দিলো।
আমি বললাম, কীসের?
ছেলেটি হাসতে হাসতে বলল, আজ মা দিবস ।।

——————————————–

বৃষ্টিভেজা দিন
—মোঃ শাহীন

সারাটা দিন বৃষ্টি
অলস ঘরে ভেবেছি স্রষ্টার হাতে গড়া
তোমার ঐ কদমফোটা পুষ্পিত চোখ,
অপার বিধাতার– মুক্ত বিহঙ্গের মতো জীবন।
ফুলের সৌরভে সুবাসিত, সদ্য গোলাপের মতো নরম ও
অসম্ভব সুন্দর তুমি
অসীম আকাশের মত ব্যবহার।
আকাশ ফেটে পৃথিবীতে এত যে বৃষ্টি আজ
এই বুকে কেবলই ধূ ধূ মরুভূমি।
11.04.2022

——————————————–

বিভাগ : কবিতা
শিরোনাম : “পিছুটান কিছুটান”
কলমে✍ : তৌফিক হাসান
তারিখ : ১১~০৫~২০২২ ইং

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

//পিছুটান কিছুটান//

আমার একেলা আকাশ ঐ সুদূরে
থমকে আছে কারোর ইঙ্গিতে,
কৃষ্ণ মেঘবালিকা ছন্দহীন ভবঘুরে
আঁধারে মন সুরহীন সংগীতে !

গাঙচিল উড়ে দিগন্তে ডানা মেলে
পাখির শুভ্রতা টানে না হৃদয়,
ঝড়ো সমীরণে সুখ স্মৃতি অতলে
পিছুটানে কিছুটান বড় নির্দয় !

মেঘের ভেলায় মন ভাসে না-স্তব্দ
দিগন্তের সৌরভ অগোচরে,
অতীত স্মৃতিগুলো আজ নিঃশব্দ
পিছুটান মৌনতার আঁচড়ে !

তোমার হৃদে জমা পিছুটান কিছু
দ্বিধার আলোয় রাঙানো সুর,
এ হৃদে জমা কিছুটান পিছু পিছু
যৌথ সুর অসমন্বয়ে মন চুর !

আকাশ সাগর নদী পাহাড় অরণ্য
বিকর্ষণে হৃদয়ে নীরব প্রকৃতি,
নস্টালজিয়ার কাতরে প্রাপ্তি শূন্য
দুটি মনে কিছু পিছুটান গীতি !

💭💭💭💭💭💭💭💭💭💭💭💭💭💭💭💭
Copyright Reserved @ Taufique Hasan)
(সকাল-০৬:১০, তাং:১১/০৫/২২, বুধবার, রংপুর)

——————————————-

আত্মতৃপ্তির ফুর্তি
আবু রাসেল

হায়রে নীতি নৈতিকতা
আবেগে ছাড়া বাস্তবে যার পাইনা দেখা
ভাল লাগেনা এসব কথা
নিম্ন আয়ের মানুষের মাজায় ব্যাথা
আমজনতাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের নির্লজ্জতা
উঁচু তলার একই কথা ক্ষমতায় শেষ কথা
চামচামির দৌরাত্ম্যে সত্য পথের পায় না দেখা।

হাসি তামাশায় সব সমস্যার টানে ইতি
যার কোনো থাকে না ভিত্তি
ফলাফল আর কিছু নয়
অসহায়ের মনের ব্যাথার অনুভব আরোশে পৌঁছে যায়
দৌরাত্ন্যের একদিন ঘটে ইতি
প্রভাব বিস্তারকারীর জীবনে নামে দূর্গতি
অসহায়ের হৃদয় মাঝে ঢেউ খেলে আত্মতৃপ্তির ফুর্তি।

স্থানঃ আড়পাড়া, চৌগাছা, যশোর
তারিখঃ ১১ মে ২০২২
রোজঃ বুধবার
সময়ঃ রাত্রি

——————————————–

Powered by themekiller.com