Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট রিটন মোস্তফা রিটন এর কবিতা ” ধ্রুব আলোক “

কবি ও কলামিস্ট রিটন মোস্তফা রিটন এর কবিতা ” ধ্রুব আলোক “

” ধ্রুব আলোক ”

বহুমাত্রিক ভক্তিতে ভেঙে গেছে প্রকৃত প্রেমিকার মুখ
আমি নিজেই ভেবে দেখেছি এটা ভক্তি বা প্রেম নয়
এটা আমাদের স্বার্থপরতা, ব্যক্তিগত চাওয়ার ক্ষেত্রে
ভিন্ন ভিন্ন নেতা নেত্রীর গলায় মালা পড়ানোর মতই সুখ।

আমি তো ভক্ত, আমি প্রেমিক, আমি অটল, কৃতজ্ঞ
হে ঈশ্বর, হে আমার অস্তিত্বের ধ্রুব, হে আরাধ্য মম
চিরকাল বিভাজনের আক্রমণেও তুমিই সদাহাস্য
তোমার উদারতার কাছে পৌঁছে যাক আমার সমস্ত।

বিভাজনের উপরে উঠেও আমি যেন তোমাকে স্পর্শ করি,
সঙ্কীর্ণতার তীর-ধনু হতেও যেন রক্তের দাগে লিখতে পারি-
সেই সে কবিতার পান্ডুলিপি, যেখানে তোমার অস্তিত্ব এক।
তুমি তোমার মহিমান্বিত আলোক বিন্দু আমার কপালের রেখ শুধু।

Powered by themekiller.com