Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

সমান্তরাল
রবিউল হাসান
————–
সোনার তরী স্বপ্ন ভেঙ্গে চলে
গহীন অরণ‍্যের তলে।
বুনো ফুল হাসে—
প্রজাপ্রতি, মুগ্ধতায় ভাসে।।

পৃথিবীর তলে
বিশুদ্ধ জলে
প্রেম খেলা করে।।

একটি দিনের নেশায়
ত্রিশটি দিন ভেঙ্গে চলে।
মুক্ত মনে খুঁজে প্রভুর সামীপ‍্য।।

জীবন বয়ে চলে
ঘড়ির সচল কাটায়।
খুঁজেনা কেউ —
সময়ের তলে, সময় চলে।

এতো সুখ চারদিকে!
ঈদ, শুধু মুচকি হাসে।
চোখের কোনে
কার জল ভাসে!!
ঈদ, শুধু মুচকি হাসে।।

কেউ আনন্দে ভাসে
কেউ দেখে নাচে।
কেউ ঘোমড়ে কাঁদে
না পাওয়ার বিশাল ফাঁদে।।

প্রভুর কাছে দুহাত তুলে
কেউ করে মিনতি
সমান্তরাল করে দাও পৃথিবী।।

——————————————–

শিরোনামঃ “ঈদ মোবারক, ঈদ”
কলমেঃ এইচ,এম আমিরুল ইসলাম।
তারিখঃ ০৩-০৫-২০২২ইং
~~~~~~~|||||~~~~~~
পশ্চিম আকাশে উদিত হলো
বাঁকা চাঁদের হাশি,
ঈদ এসেছে, আজ ঈদ এসেছে
মানব কূলে খুশি।

সেই কামনা আমি করি আজ
ঈদময় কাটুক দিন,
এমনি ভাবে সারাটি জীবন
বাজুক জীবনের বীণ।

ঈদ যে খুশি সবার প্রাণে আজ
নতুনের রং তাই মাখা,
সমতা আর সম্প্রীতিতে তাই
নতুনের ছবি আঁকা।

গোটা দেশ আজ নতুনের ছোয়া
ঈদের আনন্দ প্রাণে গাঁথা
এমন খুশি পাবে বল কী আর?
বলো কী পাবে কোথা।

তাইতো আমি গেয়ে যাই আজ
ঈদ মোবারক,ঈদ মোবারক
ঈদ মোবারক, ঈদ।
সেই খুশি হোক সবার প্রাণে
সুবাসিত হোক আজ সে ঘ্রাণে।

——————————————–
পবিত্র ঈদ
তপন মাইতি
03/05/2022

ঈদ মানে বার বার ফিরে আসা
ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা
শাওয়াল ঈদ চাঁদ খুশি আনন্দ আশা
জায়েজ পুরষ্কার দিবস, ঈদ মোবারক আহা!
নবি মুহাম্মদ মুহাম্মদ হিজরত ছিল প্রধান গুরু
হদিস অনুসারে মক্কা থেকে মদিনায় করেছিলেন শুরু।
সেমাই, ফিতরা প্রদান ও গ্রহণ, হজ পালন
কুরবানীর গোশত ভক্ষণ যাপন।
ফেরেশতারা আল্লাহর আদেশে বেহেস্ত থেকে দুম্বা নিয়ে আসল
পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে ভ্রমণ, ঈদ মোবারক ভাসল।
চিরাচরিত মিষ্টি খাবার, সুগন্ধি, আতর ব্যবহার
নতুন জামা কাপড় পরা আর দেওয়া হয় উপহার।

মেহেবুবের বুকে মেহফিলের চাঁদ
বলে ওঠে খুশির ঈদ মোবারক
মাশাল্লাহ সুখে কাটুক পবিত্র ঈদের রাত।

——————————————–
ইচ্ছে
গোলাম জাকারিয়া

ইচ্ছে করে ঈদের খুশি
সমান সমান ভাগ করি,
সবার ঘরে পৌঁছে দিয়ে
আমি নীরবে সটকে পড়ি।

ধনী আর গরীব মিলে
একরকম কাপড় পড়ি,
খাবার যত রান্না হবে
সবার জন্য একই করি।

দূঃখটাকে বিদায় দিয়ে
সুখের সাগরে বাস করি,
মিথ্যাটাকে পাঠিয়ে ছুটি
সত্য সুন্দর আঁকড়ে ধরি।

হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
একে অন্যের হাতটি ধরি,
কাঁধে কাঁধ মিলিয়ে সব
সুন্দর এই সমাজ গড়ি।

০৩ মে ২০২২
কাপ্তাই, রাঙ্গামাটি

——————————————–
আমি যে দিন মরে যাবো
রুমী খান

সবাই কাদঁবে বলতে পারব না আমি
মা ওরা কাদে কেন?
সবাই হৈ চৈয়ে থাকবে
আর আমি বলতে পরবো না!

মা আমার হৈ চৈ ভালো লাগছে না
আমি চললাম একটু পরে আসবো
এক দল পানি গরম দিবে
এক দল মসজিদ থেকে খাট আনতে যাবে
এক দল বাঁস বাগানে কবর খুরতে যাবে
আজ যা কিছুই হচ্ছে শুধু আমার জন্য
এত দিন আমি করেছি অন্য মানুষের জন্য।

শত্রু নয়, বন্ধু নয়, সবাই আসবে
আমাকে এক নজর দেখতে
মানুষ যখন গোসল করাতে নিয়ে যাবে
উঠানের এক কোণে আমায়
ওই দিন বলতে পারবো না আমি
পানিটা বেশ গরম , ঠান্ডা করে নাও
অনেক কষ্ট হচ্ছে মা আমার
খাটে রেখে মুখ ডাকবে
দেবে কাপড় সারা গায়।

বলতে পারবো না সে দিন
নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মা আমার।
মুখের কাপড়টা একটু সরিয়ে নাও না।
খাটে রেখে যখন নিয়ে যাবে আত্নীয়রা
মা বলবে কোথায় নিয়ে যাচ্ছো
আমার ছেলেকে তোমরা।
বলতে পারবো না মায়ের কাছে
একটু পরেই মা ফিরে আসবো।

শত্রু কাদঁবে, বন্ধু কাদঁবে কাঁদবে জমন দুঃখীনি মা
খাট থামিয়ে আত্নিয়রা পড়বে সেজদা ছাড়া নামাজ।

এই নামাজ যে কত পড়েছি আমি
আজ কেন শুয়িয়ে রেখেছে আমায়।
খাটে করে যখন নিয়ে যাবে কবরের পাশে
কবরে রেখে উঠবে সবাই আমাকে করে পর।

বাসের চালে কাটা পাতা
দেবে মাটি দেবে পাড়া।
চলে আসবে সবাই আমাকে ফেলে একা।

আজ যে বলে আসতে পারিনি মায়ের কাছে
একটু পরেই মা ফিরে আসবো
আজ যে নিয়ে এসেছি মা,
চির বিদায়, কি করে বলবো তোমায়?
আমি কত মানুষকে যে
লাস বলে ডেকেছিলাম

আজ সবাই আমাকে লাস বলে ডেকেছিল।

প্রাম নিয়ে যে দিন এসেছিলাম
তখনই ভেবেছি মৃত্যুর মাধ্যমে যেতে হবে
সবাইকে ফেলে
এই সুন্দর পৃথিবী ছেড়ে

——————————————–

সুভাষ রঞ্জন রায় । ২৫৭
আজকাল ।
৩|৫|২০২২

আজকাল বড় বড় বাড়ি;
মানুষ অনেক কম ,
শিক্ষিত ডিগ্রি অনেক ;
আসল বুদ্ধি নাই তেমন।
উন্নত অনেক ঔষধ আছে ;
স্বাস্থ্য তবুও খারাপ ,
কথা অনেক যাহা শুনি;
বেশী তার শুধুই প্রলাপ ।
যোগাযোগ অনেক ;
সংযোগের বড়ই অভাব,
প্রতিবেশী ভুলে গেছি ;
পাল্টে গেছে স্বভাব।
ভিন গ্রহে চেনাজানা ;
আত্মীয় স্বজন অচেনা,
আর্থিক মানদণ্ডে সব ;
আত্মার বন্ধন নাই জানা।
আয় রোজগার বেড়েছে;
শান্তি যেন পালিয়েছে ,
সুখের সন্ধানে রাতদিন;
ভেজাল ছাইপাশ খাচ্ছে।
আই কিউ বেড়েছে ;
আবেগের নাম পশ্চাৎপদতা,
বেশি জ্ঞানে অহরহ দিচ্ছে ;
অজ্ঞানতার বারতা।
জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধি;
মানবিকতা নিচ্ছে কেড়ে,
দেশে দেশে যুদ্ধের দামামা;
ক্রমশই যাচ্ছে বেড়ে।
বন্ধু আছে অনেক ;
হারিয়ে গেছে ভালবাসা,
এলকোহলে পাত্র ভরা;
সেখানে সব আশাভরসা।
চারিদিকে মানুষে ভরা ;
কোথাও মানবতা নাই ,
মোবাইলে সঠিক ঘড়ি;
কিন্তু ভাববার সময় নাই।
ঘোরের মধ্যে আছি সবাই;
মোহের মধ্যে আছি,
খাচ্ছি ধাচ্ছি ঘুমাচ্ছি;
ফায়দা লুটেপুটে পালাচ্ছি।

——————————————–

Powered by themekiller.com