Breaking News
Home / Breaking News / মতলব শ্রীশ্রী কালী বাড়ি মন্দিরে দীপাবলি পূজায় পাঠাবলি অনুষ্ঠিত

মতলব শ্রীশ্রী কালী বাড়ি মন্দিরে দীপাবলি পূজায় পাঠাবলি অনুষ্ঠিত

শ্যামল চন্দ্র দাস ঃ মতলব শ্রীশ্রী কালি বাড়ি স্বর্গীয় উমেশ ভট্টাচার্য্যরে বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও দীপাবলিতে শ্রীশ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়। আজ ৭ নভেম্বর বেলা আনুমানিক ২টায় মন্দির প্রাঙ্গণে পাঠাবলি অনুষ্ঠিত হয়। সকালে মায়ের পূজা, অর্চনার মধ্য দিয়ে পূজোর কার্যক্রম শুরু হয়।
মন্দিরে ভক্তদের মনোবাসনা পূর্ণের জন্য মায়ের কাছে পাঠাবলি দেওয়া হয়। এ সময় শত শত ভক্তবৃন্দ উপস্থিত থেকে পূজো ও পাঠাবলি অনুষ্ঠান উপভোগ করেন। পাঠাবলি অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, মন্দিরের সেবাইত বাবুল ভট্টাচার্য্য পাঠাবলির অনুষ্ঠানাদি পরিচালনা করেন।

এ সময় পাঠাবলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কাজল ভট্টাচার্য্য, শ্যামল ভট্টাচার্য্য, বিমল ভট্টাচার্য্য, সমীর ভট্টাচার্য্য, সুজন ভট্টাচার্য্য, সুশন ভট্টাচার্য্য, কাকন ভট্টাচার্য্য, শান্ত চক্রবর্তী, রূপন ভট্টাচার্য্য, রাহুল ভট্টাচার্য্য, পূজন ভট্টাচার্য্য, বিপুল ভট্টাচার্য্য। পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন, শুভ্র চক্রবর্তী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মতলব পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, পুরোহিত রতন লাল চক্রবর্তী, রবি পোদ্দার, দুলাল নন্দী, বিমল দাসসহ অসংখ্য নারী-পুরুষ ভক্তবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেন।

Powered by themekiller.com