Breaking News
Home / জাতীয় / নীল জোছনা নেই

নীল জোছনা নেই

নীল জোছনা নেই
-মো.হুমায়ুন কবির

কুহেলি, আমি তোমার ওষ্ঠাধরে
নিবিড় চুম্বন এঁকে দিতে চেয়েছিলাম,
দাওনি তুমি।
রাগে, দুঃখে, অভিমানে
আমি তোমায় ঘাসের গালিচায় ফেলে রেখে
চলে এসেছিলাম
তারপর, তুমি আমায় ছত্রিশ পৃষ্ঠার
এক চিঠি লিখেছিলে।
তুমি যে আমায় এতো গভীর ভালবেসেছিলে
আমি অনুভব করতে পারিনি কখনো!
সেই চিঠির প্রতিটি অক্ষর ছিলো
তোমার দু’চোখ থেকে ঝরে পড়া অজস্র নীল দুঃখদানা,
আসলে নারীদের হৃদয় গহীনের ভাষা বুঝা বড়ো দায়!
কুহেলি, আমার আকাশে এখন আর জোছনা ঝরেনা
তারায় তারায় মোহময় হয়ে ওঠেনা
নিঝুম রাতের আকাশ।
আমি এখন আর বাতাসের সংগীত শুনতে পাইনা
শুনি শুধু কাশবনের করুণ বাঁশির সুর।
গহীন রাতের আঁধারে শুনি একাকী সমুদ্রের আস্ফালন,
কানে ভেসে আসে বিরহী ঘাস প্রান্তরের কোমল কান্না।
কুহেলি, আমার আকাশে আজ আর নীল জোছনা নেই!
২৮.০৪.২০২২

error: Content is protected !!

Powered by themekiller.com