Breaking News
Home / Breaking News / মতলবে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব

মতলবে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব

এইচ এম ফারুক মতলব উওর প্রতিনিধি ঃ
মতলবে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আমন ধান লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি হয়েছে। মাঠজুড়ে সবুজ ধানের দোলা, বিকালে কোথাও সবুজের মাঝে উঁকি দিচ্ছে রুপালি শিশির বিন্দু। বুকভরা আশা নিয়ে যখন কৃষক মাঠের ভালো ফলনের স্বপ্ন দেখছেন, ইঁদুরের উপদ্রবে সেই স্বপ্ন নিঃশেষ হতে যাচ্ছে। অন্য সময়ে ধানে পাক ধরলেই ইঁদুরের উপদ্রব দেখা দিলেও এবার কাঁচা ধানের গাছে ইঁদুরের আক্রমণ হয়েছে। কৃষকরা ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে ধান ক্ষেতে পলিথিনের বেড়া দিয়ে ইঁদুর আটকানোর চেষ্টা করছে। যদিও পলিথিনের বেড়া দিয়ে ইঁদুর আটকানো যাচ্ছে না বলে জানান উপজেলার ঘনিয়ার পাড় গ্রামের শাহিন মোল্লা, কৃষক মজিবুর রহমান, তালতলির গ্রামের শাহেব আলি দর্জি, কৃষাণি পেয়ারা বেগম,

সরেজমিন সেচ প্রকল্পের ঘনিয়ার পাড়, তালতলি, পাছগাছিয়া, পাঠানবাজার, গজরা, এখলাশপুর এলাকায় ধান ক্ষেতে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমিতে ইঁদুরে কেটে দেওয়া কাঁচা ধানগাছ পড়ে রয়েছে। কৃষকদের মধ্যে কেউ কেউ সেগুলো সরিয়ে ফেলছেন।

উপজেলা কৃষি অফিসা মোহাম্মদ সালাউদ্দিন জানান ইঁদুর যাতে ধান গাছ কাঠতে না পারে সে বিষয় কৃষকদের নিয়ে সচেতনমূলক সভা সমাবেশ করছি।

Powered by themekiller.com