Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে সাধারণ মানুষের পাশে রাজু আহম্মদ

লক্ষ্মীপুরে সাধারণ মানুষের পাশে রাজু আহম্মদ

লক্ষ্মীপুর,মোহাম্মদ ইয়াছিনঃ
তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ শ্লোগানে নন্দন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তদাতাদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নন্দন ব্লাড ব্যাংকের সভাপতি রিয়াদ হোসেনের সভাপতিত্বে তারিনা তাবাসুম কাশপিক ও রোহানের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শাহজাহান আলী, নন্দন ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুল ইসলাম তপন, নন্দন ব্লাড ব্যাংকের উপদেষ্টা মাহাবুব এলাহী সানি, নন্দন ব্লাড ব্যাংকের উপদেষ্টা এস এম আওলাদ হোসেন, সোস্যাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার হুমায়ুন কবির, মোশারফ পাটোয়ারী অনিক, জেলা জজ কোর্টের আইনজীবী মিলন মন্ডল, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানের শেষে ২৭ জন রক্তদাতাকে সম্মাননা স্মারক ও ৩১টি সংগঠনকে শুভেচ্ছা লিপি প্রদানসহ ১০ জন রক্তদাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। এসময় বক্তারা নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ এর নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন। রাজু আহম্মেদ নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার কারণে জেলার সাধারণ মানুষের উপকার হয়েছে। অসহায় মানুষের নানা সমস্যায় তাদের পাশে নন্দর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহম্মেদকে কাজ করতে দেখা যায়, এমনকি ভবিষ্যতেও রাজু আহম্মদ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন এমনটাই আশা করেন অতিথিবৃন্দ।

Powered by themekiller.com