Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

তারিখঃ-17/04/22
কবিতাঃ-কাছের ও দূরের মানুষ
কলমেঃ-পূর্ণ দে

তৈরি হোক যতই রাগ-অভিমান
তবু কাছের মানুষ থাকে খুব কাছে,
দূরের মানুষ সরে যায় একটু একটু দূরে
দুর্বলতা খুঁজে মিথ্যে কলঙ্ক রটায় পিছে।

সৃষ্টি হোক যতই ভুল বোঝাবুঝি-শত্রুতা
তবু বিপদে কাছের মানুষ দাঁড়ায় পাশে,
যতই দেখাক না কেন ভালো মানুষের স্বরূপ
সুযোগ বুঝে দূরের মানুষ আঘাত হানে বিশ্বাসে।

চলতে গিয়ে একটু আধটু হলে অসাবধান
সারা জীবন ধরে করতে হয় অনুতাপ,
অপরাধীর মতো থাকতে হয় মুখ নীচু করে
যেন জানতে জানতে করেছি ভীষণ কোনো পাপ।

——————————————–

কামিনী জালে.
-রশিদ আহমেদ তালুকদার

আজ তুমি নাকে নোলক নিও
বিনুনি সর্পিল দীর্ঘ কেশে থাকে যেনো
অস্থির ঝড়ের কালো,
যেনো মাথা বেয়ে নেমে আসছে ফেলিল অতল পথ
এক্ষুনি আমায় নেবে…।

উদ্দাম যৌবনে নাইতে নামবো শুধু দু’জনে।

খুব করে কাজল টেনো নয়ন তারায়
যে চোখ ইতিহাসের বই, প্রেমের দরিয়া
কাজল শেকলে বন্দী সে দৃষ্টি আমার নামেই থাক তোলা।

পাতলা গোলাবি ঠোঁট কিছুক্ষণ পরেই জ্যোষ্ঠ মাসের ফলার হবে
চুঁইয়ে চুঁইয়ে টানবে আমায়
আমিত্তির পোড়া গন্ধে এক টানে লুফে নেবে পৌরুষের বাহাদুরি
সেখানে আঙুনের বেড়ী লাগাতেই হবে
জ্বলজ্বল করে জ্বলুক তাতে
কৃষ্ণচূড়ার কাম, শোণিতের লাল।

আমি আঙুল নয়
ছুঁয়ে দেবো বক্ষযুগল
দু’হাত যদি বাঁধা দিতে চায়
তো আলবৎ রেশমি চুড়ির পাগলা ঘন্টি লাগিয়ে নিও
মাংশল ফর্সা দুই কবজিতে।
উন্মাদ মাতাল হাওয়ায় কে কাড়বে তোমায়??

এই দেখো আমি তৈরী
বৈশম্পয়ানের পুঁথি বিদ্যায় আজ আমি নিঙরে শুষে
ঋদ্ধ হবো তোমার ভালোবাসায়।

——————————————–

বিষয় : কবিতা

শিরোনাম : হৃদয় ছোঁয়া

কলমে : রাজ সেন

17.04.2022

যখন ব্যথার জ্বললো প্রদীপ ,
দুঃখ ভেজা রাতে .
মন চলে যায় একপা-দুপা ,
নিশির ইশারাতে .
সপ্তসাগর দৃশ্য হবে ,
কার গরিমা আগলে তবে ,
সূর্য নতুন উঠবে ঝলক ,
রুপোলি জরির ফিতে .
আলগা সেতার , বলবে যে তার
কথা , কাহিনীতে .

বন্ধু তুমি এমন দিনে ,
আমার বাসায় এস .
গান জানিনা তুমি না হয় ,
সুরের ভাষায় ভেসো .
কি করি আজ কাটেনা দিন ,
গোধূলি রং স্বপ্নবিহীন ,
জোয়ার জলে ঢেউয়ের ফেনা ,
হাত বুলিয়ে যাবে .
জলচর এক ঝিনুক জেনো ,
তোমার হয়ে রবে .

——————————————–

কবিতা: স্বচ্ছতার নাই ভিন্ন রূপ
কলমে: আবুল হাসমত আলী
তারিখ: ১৭/০৪/২২
অক্ষরবৃত্ত ছন্দ: ৮+৬

গঙ্গা নদী হিমালয় থেকে হয় সৃষ্ট;
এর স্বচ্ছ জলধারা করে যে আকৃষ্ট।
তাই যুগে যুগে মোরা গঙ্গা পূজা করি;
পবিত্র জল ধারায় অঙ্গ ধৌত করি।

কিন্তু গঙ্গার দুধারে আছে নোংরা যত;
তাদের পরিচয়টা তো নয় যে অসত্য।
এপারের নোংরা সব ওপারেতে সাধু;
ওপারের নোংরা যত এপারেতে মধু।

নোংরা কি সব জায়গাতে নোংরা থাকে নাকি?
স্বার্থের তরে নোংরা তো অসম্ভব দামি।
নোংরা যখন লোকের লাগে খুব কাজে;
তখন নোংরাকে ডাকে সবে আগেভাগে।

নোংরা তখন হয় কি ভীষণ খারাপ?
নোংরার কপালে পরে শক্তির কি ছাপ!
এক দলের নিকট নোংরা ছিল ঠিক;
ভিন্ন দলে দেখি সেটা একদম বেঠিক।

নদীর এপারের যে নোংরা ছিল আগে;
এখন তা ওপারেতে থাকে সর্ব সুখে।
ওপারের ছিল যত এলো যে এপারে;
এল ভিন্ন ভঙ্গিমাতে এল ছদ্মবেশে।

মাঝখানে জলধারা স্বচ্ছ থাকে সদা;
দুপারের নোংরা যত ঘামায় না মাথা।
তারা নোংরার কারবারি নোংরা চর্চা করে;
এভাবে তো তারা নোংরা ইতিহাস গড়ে।

——————————————–

ফাঁক পূরণ
———-
১২/৪/২২
******
নিরুদ্ধ কামনার
অগ্নি স্রাবের মত –
উত্তপ্ত তোমার হৃদয়।
তুমি ভালবাসতে জাননা
শুধুই চাও জোর করে অন্যের ভালোবাসা
তুমি দেবেনা কিছুই,শুধু দাবী করবে।
তোমার মধ্যে বিরাট ফাঁক রয়ে গেছে
অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে-
সেই ফাঁক পূরনের জন্য —
তোমার অহরহ ছলনা।
আশ্চর্য তোমার মন
যদিও তোমার মন বলে কোন বস্তু
কোন কালেই ছিলনা ।।

——————————————–

#নেই_কোনো_তাগিদ

বসে আছি নির্জন দ্বীপে,
চারিদিকে গভীর অন্ধকার-সুনসান নীরবতা ,
উপকূলে মিটি মিটি জ্বলছে জোনাকি,
বাসা বেঁধেছি গভীর অরণ্যে
চিত্রা হরিণেরা আমার সঙ্গী।
পাহাড়ি বন-ফুলেদের সাথে;
অবসরে আলাপনে – থাকি আমি মেতে,
শুকনো পাতার পড়ে –
সাবধানে পা ফেলে করি হাঁটাহাঁটি,
তবু কানে কানে এসে বাজে;
শুননো পাতার সেই ঝনঝন ধ্বনি।
ওই সুদূরে পরাহত একটি তারা-
আছড়ে পড়ে আকাশ থেকে,
ধ্বংস হতে হতে সেও
বাঁকা চোখে একটিবার দেখে নেয় আমাকে।
নীরবতা ছিন্ন করে ডাহুক ডেকে চলে অনবরত,
বাতাস বয়ে চলে নীরবে;
মন তার আজ খুবই বিষণ্ন।
ফুলেরা ফোটেনি আজ-
বাতাসের গায়ে নেই সৌরভ,
আসেনি মৌরানীও বনে
ফুলের পরাগ গায়ে মাখার-
নেই আজ তার কোনো গৌরব।
সব রীতি এলোমেলো
মনটাও আজ অস্থির,
তবু মনের কোণে চুপটি করে-
কেউ একজন রইল বসে,
মন থেকে মুছে ফেলার নেই কোনোই তাগিদ !
#নমোনিতা নমিতা

——————————————–

Powered by themekiller.com