Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা “এই রমাদ্বানে”

কবি হুসাইন মেরাজ এর কবিতা “এই রমাদ্বানে”

কবিতা- “এই রমাদ্বানে”
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ০৫/০৪/২২

ক্ষয়িষ্ণু হৃদে আশার বসতি
হে দয়াময় তোমায় করি মিনতি,
পাপীষ্ঠ মনে তোমায় স্মরি ক্ষণে ক্ষণে
হায়! তুমি তো মুখ ফিরিয়ে নাও।

তোমার চরণে আমার হবে কি ঠাঁই?
পবিত্র রমাদ্বান এসেছে দ্বারে,
তুমিতো দয়ার সাগর
এবার পার করো আমারে।

কুলষিত আত্মায় তোমাতে
ভক্তি শ্রদ্ধা কি জাগ্রত হয় নিশীথে?
ইবলিশ বন্দী কারাগারে তোমার ইশারায়,
তবুও কেন মন তোমার নাম জপেনা নিরালায়?

তবে কি বিশুদ্ধ আত্মার যবনিকাপাতে,
প্রেতাত্মার বিরাজ সর্বঘাটে?
নিয়তি আমায় কি ফেলবে ভাগাড়ে?

হে মহান অধিপতি!
পবিত্র রমাদ্বানে আগুনের দ্বার বন্ধ করে,
খুলেছো জান্নাতের সুবাসিত দ্বার,
আমায় ক্ষমা করো, আমি নির্বিকার।

এই বুঝি যমদূত এলো কেড়ে নিতে প্রাণ!
কি হবে আমার যদি হই অগ্নিতে সমর্পণ?
মাহে রমজানে তোমার চরণে
দিও একটু নিশ্চিত আশ্রয়।

তোমার আমানত তুমি নিবে
রুখার ক্ষমতা নাই,
আমি দুর্বল, অসহায় শুধু ক্ষমা চাই,
এই রমাদ্বান আমার মনে যেন একটু আলো ছড়ায়।

© কবিস্বত্ব সংরক্ষিত ®

Powered by themekiller.com