আমি কেন নিঃসঙ্গ?
-মো.হুমায়ুন কবির
রাতের আকাশ নিঃসঙ্গ নয়
আছে হাজার কোটি নক্ষত্ররাজি
আছে স্বপ্নময় জোসনা।
দিনের আকাশের আছে সুতীব্র সূর্য
আছে তীক্ষ্ণ রোদ্দুর, জীবন্ত উত্তাপ।
ওই আকাশ ঠেকানো পাহাড়ের আছে
সুমিস্ট ঝর্ণাধারা, তৃষ্ণা মেটায় পাহাড়।
সমুদ্রের আছে অসংখ্য নদী
প্রতিদিন এসে মিশে যায় গহীন ভিতর।
চাঁদের আছে সূর্য, আলো দেয় ধার
সেই ঋণের আলোতে
জোসনা বিলায় বিলাসী চাঁদ।
বৃক্ষের আছে অজস্র পত্রপ্ললব
দিবারাত্রি বাজায় ঝংকার।
মধুময় ফুলের আছে ভ্রমর ও মৌমাছি।
বিধাতার সৃষ্টি জগতে কিছুই নিঃসঙ্গ নয়
তবে, আমি কেন মানসিক ভাবে
এতোটা নিঃসঙ্গ, নিষ্প্রাণ, নিথর, নিস্তব্ধ?
০১.০৪.২০২২