Breaking News
Home / Breaking News / “জিন্জির ” —-কবি- মোঃ আলী আক্কাস তালুকদার।

“জিন্জির ” —-কবি- মোঃ আলী আক্কাস তালুকদার।

“জিন্জির ”
এতো চাওয়া পূর্ন হইলে রইবে কি আর বাকী,
যার করুনায় আসছো ভবে খাইবে তারই ফাঁকি,
কতই যতন করে তুমি সাঁজালে এই ঘর,
ইবাদত বিহীন জীবন কাটাইলে সবই হইবে পর।

হয়তো হঠাৎ বন্ধ হবে তোমারী চলারকল,
নিথরদেহ পড়ে থাকবে পালন্কের উপর,
যত চাওয়া পূর্ন করলে অন্তরের ভেতর,
সবই তবে আটকা পড়লো তোমার দেহঘর।

যখন তোমায় নিয়ে যাবে মাটির বেড়াঘর,
কিঞ্চিত পরই চাপা দিবে বুকেরী উপর,
যত সকল বাজে কর্ম আছে দেহঘর,
সবই তবে বেরিয়ে যেতে করবে কোলাহল।

কার আগে কে বেরিয়ে যাবে নেইতো রাস্তাঘর,
কূ-কর্মের তাড়নায় তোমায় কাদাঁইবে অঝর,
কত চিৎকার ছাড়বে তুমি শোনবার নাইযে কেহ!
তোমার কূ-কর্ম গুলিই জ্বলবে দাহ দাহ।

এখনো বাকী হিসাব নিতে দুনিয়ার জিন্দেগির,
সঠিক হিসাব না দিলে পড়াইবেন “জিন্জির”,
কতচিৎকার দিবে তুমি উপায় হবেকি?
যার করুনায় এসেছো ভবে স্মরন রাখছো কি?

সভাপতিঃ–স্বপ্নীলকন্ঠ সাহিত্য সাংষ্কৃতিক পরিষদ- কচুয়া উপজেলা শাখা।

Powered by themekiller.com