Breaking News
Home / Breaking News / কারফিউ ভাঙায় দল থেকে বাদ কুমারা

কারফিউ ভাঙায় দল থেকে বাদ কুমারা

অনলাইন ডেস্ক :
শৃঙ্খলা ভঙ্গ করায় শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন পেসার লাহিরু কুমারা। তার পরিবর্তে নেয়া হয়েছে দুশমন্ত চামিরাকে।
গল টেস্টের দুই দিন আগে রোববার সন্ধ্যায় টিম কারফিউ ভাঙেন কুমারা।
গত দুই মাস ধরে শ্রীলঙ্কা দল নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে কঠোর অবস্থানে। সন্ধ্যার পরে হোটেল থেকে বের হতে কড়াকড়ি আরোপ করা আছে। সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুনাথিলাকা এবং ভ্যান্ডার্সে ‘গুরুতর অপরাধ’ করায় এই অবস্থানে দলটি। দুইজনই দলকে না জানিয়ে রাতের অনেকটা সময় বাইরে কাটান।

সুরঙ্গা লাকমালের পর কুমারা শ্রীলঙ্কার দ্বিতীয় পছন্দের পেসার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের অন্তত একটিতে খেলার সম্ভাবনা ছিল তার। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করেন তিনি। তিন টেস্টে ১৭ উইকেট নেন। তিনি কী ‘অপরাধ’ করেছেন সেটি স্পষ্ট করে জানায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

তার পরিবর্তে দলে ঢোকা চামিরা ২০১৬ সালের পর আর টেস্ট খেলেননি। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারা এই পেসার ইনজুরির কারণে এতদিন বাইরে ছিলেন।

Powered by themekiller.com