Breaking News
Home / Breaking News / কবি সীমা সরকার এর কবিতা ” স্বপ্ন দুঃস্বপ্ন “

কবি সীমা সরকার এর কবিতা ” স্বপ্ন দুঃস্বপ্ন “

স্বপ্ন দুঃস্বপ্ন
কলমে সীমা সরকার
11.03.2022
—————————–

দীর্ঘ বছর পেরিয়ে ধরায় কেটেছে একাকীত্ব
চোখের জলে জলে সাগর হয়েছে মহাবিশ্ব
পায়নি কোথাও আমি কোনো সুখের দেখা
তিলে তিলে শূন্যে হয়ে কেটেছে প্রহর বেলা।

দুঃখের মাঝেই বয়ে গেছে বহুদিন বহুক্ষণ
চোখের অশ্রু শুকিয়ে গিয়ে হয়েছে যে পাথর
বুকের ভীতরে বেঁধেছে নিরবতায় শূন্যে বাসা
হঠাৎ শীতল হাওয়া জোগালো স্বস্তি আর আশা।

অস্থির হৃদয়ে অবাক চোখে দেখেছি যে তাকে
স্বপ্নের মত মহাপুরুষের আগমন ঘটলো নীড়ে
অপলক দৃষ্টিতে তাকেই ঘিরে পেয়েছি ভরসা
যন্ত্রণা নিমিষেই হারিয়ে পেয়েছি সুখের ঠিকানা।

মনের সকল দুঃখ-দুর্দশা নিয়েছে নিজের করে
তার ভালোবাসায় রাঙিয়ে পূর্ণ করেছে মোরে
জীবনের সকল বেদনার ক্ষত নিয়েছে বিদায়
ক্ষনিকের জন্যে দেখেছিলাম আমি স্বপ্নের পাহাড়।

হঠাৎ কালবৈশাখী ঝড় এসে হারিয়ে গেলো স্বপ্ন
লন্ডভন্ড করে দিয়ে জীবন হয়ে গেলো এলোমেলো
হারিয়ে গেলো জীবনের আশা, হারিয়েছে ভাষা
নিভে গেছে দুখের ঘরে ক্ষনিকের সুখের ঠিকানা।

Powered by themekiller.com